এবার বাংলাদেশের সিনেমা হলে দেখানো হবে ভারতে তৈরি সিনেমা, তবে মানতে হবে কিছু শর্ত

এবার বাংলাদেশের সিনেমা হলে দেখানো হবে ভারতে তৈরি সিনেমা, তবে মানতে হবে কিছু শর্ত
আনফোল্ড বাংলা প্রতিবেদন: কয়েকটি শর্ত মানলে এবার থেকে ভারতে তৈরি সিনেমা দেখানো যাবে বাংলাদেশের সিনেমাহলগুলিতে। সোমবার সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই মর্মে এক নির্দেশ জারি করেছে। এই নির্দেশে আপাতত পরীক্ষামূলক ভাবে ভারত-সহ উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে সিনেমা আনার জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে। তবে এর জন্য ৫টি শর্ত আরোপ করা হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়া আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি সাফটা-র অধীনে এই অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ উপমহাদেশের বিভিন্ন সিনেমা বাংলাদেশে দেখানোর জন্য আবেদন করেছিল। সেই আবেদনে সাড়া দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রক ওই ঘোষণা করেছে। ৫টি শর্তের মধ্যে রয়েছে আগামী ২ বছর বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশকরা উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করতে পারবেন। বাংলাদেশি সিনেমা রফতানির পরিবর্তে প্রথম বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আনা যাবে। সিনেমা হলে প্রদর্শনের আগে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিতে হবে।গত ফেব্রুয়ারি মাসে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দরবারে উপমহাদেশের সিনেমা আমদানির প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের ১৯ সংগঠনের মিলিত মঞ্চ সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। এই অনুমতি না দিলে সিনেমা হল বন্ধেরও হুঁশিয়ারি দেয় হল মালিকদের সংগঠনগুলি। তারপরই এই অনুমতি দিল সরকার। এরফলে ভারত, পাকিস্তান-সহ এশিয়ার ১৮ টি দেশ থেকে সিনেমা আমদানি করতে পারবে তারা।


