এবার ভুবন বাদ্যকরের ভাইরাল হওয়া কাঁচা বাদাম গানের সুর বাঁশিতে বাজিয়ে নেটপাড়ার লোকজনের মন জয় করলেন এক বিক্রেতা

এবার ভুবন বাদ্যকরের ভাইরাল হওয়া কাঁচা বাদাম গানের সুর বাঁশিতে বাজিয়ে নেটপাড়ার লোকজনের মন জয় করলেন এক বিক্রেতা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: গত বছরের একবারে শেষ দিকটায় গান গাইতে গাইতে চূড়ান্ত ভাইরাল হয়েছিলেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। এর মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়েছে। দেশের গণ্ডি টপকে বিদেশে পৌঁছে গিয়েছে ভুবনের কাঁচা বাদাম গানের মধুর সুর। অজান্তেই পেয়ে গিয়েছেন সেলিব্রিটি তকমা, যা নিয়ে কাদা ছোড়াছুড়িও কম হয়নি। এখন হাতে তাঁর আইফোন, প্রাসাদ সমান বাড়িও তৈরি করছেন। কিন্তু গানের জনপ্রিয়তা এক চুলও কমেনি।
এবার কাঁচা বাদাম গানের সুরটি বাঁশিতে হুবহু বাজালেন এক শিল্পী। তিনি নিজে বেলুন থেকে শুরু করে বাঁশি-সহ ছোটদের খেলাধূলার নানা সামগ্রী বিক্রি করেন। পুরীর জগন্নাথ মন্দিরের সামনে তিনিই বাঁশি বাজিয়ে তুললেন কাঁচা বাদাম গানটি। আর সেই বাঁশির সুরও ভাইরাল হতে এক মুহূর্তও সময় নিল না।
ট্যুইটারে এক ইউজার এই বাঁশিবাদকের ভিডিয়োটি শেয়ার করেছেন, যাঁর প্রোফাইলের নাম সূর্যবচন। পেশায় তিনি একজন সাংবাদিক। বাঁশিবাদক থুড়ি খেলনা বিক্রেতার এই ভিডিয়োটি শেয়ার করে ট্যুইটারে সূর্যবচন লিখছেন, "কাঁচা বাদাম জ্বরে আক্রান্ত এখন পুরীও। এক বাঁশিবাদক বাংলার সাম্প্রতিক সবথেকে জনপ্রিয় গানটি পুরীর জগন্নাথ মন্দিরের সামনে বাঁশিতে বাজিয়ে শোনালেন।"
https://twitter.com/Suryavachan/status/1538834143974289410?t=UEOIIYVkEsPuRfw-GvvJpg&s=19
মাত্র ২০ সেকেন্ডের এই ভিডিও নেটপাড়ার লোকজনের মন জয় করে নিয়েছে। ব্যক্তির বাঁশি বাজানোর অসামান্য প্রতিভায় মোহিত হয়েছেন অনেকেই।



