এভাবেও হয় শখ পূরণ! রুটি বিক্রি করে আইফোন কিনল কিশোরী

এভাবেও হয় শখ পূরণ! রুটি বিক্রি করে আইফোন কিনল কিশোরী
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বিয়াঙ্কা জেমি ওয়ারিয়াভা। ১২ বছর বয়সি কিশোরী। জেমির ইচ্ছে হয়েছিল পছন্দের আইফোন কেনার। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় তার আবদার রাখতে পারেননি তার বাবা-মা। তাই বলে একেবারে দমে যাওয়ার পাত্রী নয় বিয়াঙ্কা। আইফোন ১৪ সিরিজের একটি ফোন কিনতে সে যা করেছে, তা শুনলে অবাক নেটিজেনরা!
বিয়াঙ্কা তার মা-বাবার সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে থাকে। আইফোন কেনার টাকা জোগাড় করতে সে তার সহপাঠী ও শিক্ষকদের কাছে নিজের হাতে তৈরি রুটি বিক্রি করেছে। প্রায় ৬ সপ্তাহ কঠোর পরিশ্রম করে অর্থ জমিয়ে তা দিয়ে কিনেছে শখের আইফোন ১৪।
বিয়াঙ্কা জানায়, স্কুলে টিফিনের জন্য তার মা ঘরে তৈরি রুটি দিতেন। সে ওই রুটি বন্ধুদের মধ্যে ভাগাভাগি করে খেত। তারা রুটিটি খুব পছন্দ করত। তার আইফোন কেনার শখের কথা শুনে এক বন্ধু তাকে রুটি বিক্রির বুদ্ধি দেয়। ঘটনাটি ঘটে গত ফেব্রুয়ারিতে। এরপর সে হাতে তৈরি রুটি বিক্রির সিদ্ধান্ত নেয়।
বিয়াঙ্কার মা-বাবা একসময় পাঁচ তারকার হোটেলে কাজ করতেন। তাঁরা বেকারি পণ্য তৈরিতে দক্ষ। তার রুটি বিক্রির চিন্তাটি তাঁরা সমর্থন করেন। এ জন্য কাঁচামাল কিনতে বিয়াঙ্কার বাবা তাকে ১০০ দিরহাম দেন। আর তার ফিলিপিনো মা জেমিনি ওয়ারিয়াভা শেখান মজাদার খাবার বানানোর কৌশল।
বিয়াঙ্কা বিদ্যালয়ে প্রথম দিন ১০ দিরহাম করে চারটি রুটি বিক্রি করতে পেরেছিল। কিন্তু পরদিন থেকে দিনে গড়ে তার এই বিক্রি পৌঁছয় ৬০টিতে। এতে চলতি মার্চের দ্বিতীয় সপ্তাহে এসে তার প্রায় তিন হাজার দিরহাম জোগাড় হয়ে যায়। যা দিয়ে ইতিমধ্যে সে তার শখের আইফোন ১৪ কিনে ফেলেছে।


