দাদার দলে সুযোগ পেলেন বাংলার এই ক্রিকেটার

দাদার দলে সুযোগ পেলেন বাংলার এই ক্রিকেটার
29 Mar 2023, 06:20 PM

দাদার দলে সুযোগ পেলেন বাংলার এই ক্রিকেটার

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বাংলা ক্রিকেটের জন্য সুখবর। আইপিএলে দিল্লি দলে সুযোগ পেলেন অভিষেক পোড়েল।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ঋষভের পরিবর্ত হিসেবে বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলকে বেছে নিয়েছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি। লুভনিথ সিসোদিয়া, শেলডন জ্যাকসন ও বিবেক সিংয়ের মতো কিপার-ব্যাটারদের সঙ্গে অনেকটা সময় ধরে দিল্লির ট্রেনিং ক্যাম্পে কাটিয়েছেন অভিষেক  শোনা যাচ্ছিল, উইকেটের পিছনে মণীশ পাণ্ডে, সরফরাজ খানদের মধ্যে কেউ একজন দায়িত্ব সামলাবেন। গত কয়েকবছর ধরেই অভিষেক বাংলা দলের হয়ে ভাল ফর্ম দেখিয়ে চলেছেন। তিনি ব্যাট হাতেও সফল হয়েছেন।

যে কোনও দলের উইকেট কিপিং স্পেশালিস্ট কাজ। তাই ঋষভ পন্থ ছিটকে যেতেই বিকল্পের সন্ধানে ছিল দিল্লি। এর আগে ইডেনে দিল্লি দলের নেটে অভিষেক হাজির ছিলেন। সব জল্পনা উল্টে বাজিমাত করলেন অভিষেকই। গত বছর ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আঘাত পান পন্থ। তাঁর মাথায়, পায়ে চোট লাগে। সুস্থ হওয়ার চেষ্টা করছেন তিনি। পন্থের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। আইপিএল যে তিনি খেলতে পারবেন না তা বোঝাই যাচ্ছিল। সেই কারণে ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক করে দিল্লি। কিন্তু পন্থ তো শুধু অধিনায়ক নন, তিনি উইকেটরক্ষকও। সেই দায়িত্ব পেলেন অভিষেক।তরুণ উইকেটরক্ষক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ডাকা হয়েছিল। মূল দলে রাখা না হলেও ডাক পেয়েছিলেন তিনি। বাংলা দলের হয়ে রঞ্জিতে ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন অভিষেক। ঋদ্ধিমান সাহা বাংলা ছাড়ার পর অভিষেকের হাতেই দায়িত্ব দেওয়া হয়। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৯৫ রান করেছেন অভিষেক। শতরান না পেলেও ছ'টি অর্ধশতরান রয়েছে তাঁর। গড় ৩০.২১। এবার চন্দননগরের বঙ্গ সন্তানের জন্য বড় রাস্তা খুলে গেল।

Mailing List