সমাজে দুর্নীতি হবে না, তা হয় না, বাংলায় সব ঠিক আছে, মন্তব্য শুভাপ্রসন্নর

সমাজে দুর্নীতি হবে না, তা হয় না, বাংলায় সব ঠিক আছে, মন্তব্য শুভাপ্রসন্নর
আনফোল্ড বাংলা প্রতিবেদন: হুগলিতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য। সেখানে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ ওঠে। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়েছে। কয়েকদিন আগেই গ্রেফতার হয়েছেন হুগলির তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ। ফলে শাসক দলের অস্বস্তিও বেড়েছে। হুগলি জেলার খানাকুলের ঘোষপুরের নেতাজি ইউনিয়ন বিদ্যাপীঠের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন শুভাপ্রসন্ন।
সেখানে এক সংবাদ মাধ্যমের সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব জায়গাতেই দুর্নীতি রয়েছে। আবার ভালোও আছে। সমাজে থেকে একেবারে কেউ চুরি করবে না, দুর্নীতি করবে না, এটা তো হবে না। সবাই তো আর রামকৃষ্ণ মিশনের মেম্বার নয়। ভালো-মন্দ দুটোই থাকবে। ভালোটা বেছে নিতে হবে। স্কুলের ওই অনুষ্ঠানে হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, স্কুল শিক্ষা দপ্তরের সিলেবাস কমিটির চেয়ারম্যান সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। খানাকুলের ওই স্কুলে চার দিন ধরে ছাত্র-ছাত্রীরা নাটক, গান, আবৃত্তি, বক্তৃতা, বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করেছে। শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে শুভাপ্রসন্ন বলেন, সব ঠিকই আছে। বাংলা, বাংলাতেই আছে। সব পরিবর্তন হয়। সবসময় একরকম থাকে না। বহু নাট্যকার, শিল্পী, সাহিত্যিক আছেন। যারা কাজ করছেন কোনো কিছুই থেমে নেই।


