রাজ্যের ত্রাণ তহবিলে টাকা নেই! বগটুইয়ের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণেও ভরসা মিড ডে মিলের টাকা? ছবি প্রকাশ শুভেন্দুর

রাজ্যের ত্রাণ তহবিলে টাকা নেই! বগটুইয়ের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণেও ভরসা মিড ডে মিলের টাকা? ছবি প্রকাশ শুভেন্দুর
28 Jan 2023, 12:20 PM

রাজ্যের ত্রাণ তহবিলে টাকা নেই! বগটুইয়ের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণেও ভরসা মিড ডে মিলের টাকা? ছবি প্রকাশ শুভেন্দুর

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: আগেই মিড ডে মিলের টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছিল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ ব্যাপারে সোচ্চার হয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, শাসক দলের নেতানেত্রীরা হেলিকপ্টারও চড়েন মিড ডে মিলের টাকায়! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকেও সে ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন।

আবারও সেই অভিযোগ তুলে ধরতে ছবি প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। বীরভূম জেলার বগটুই গ্রামে জীব্নত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল কয়েকমাস আগে। আর সেই ঘটনায় মৃতের আত্মীয়দের ক্ষতিপূরণ দেয় সরকার। শুভেন্দু অধিকারীর অভিযোগ, ক্ষতিপূরণের অর্থ দেওয়া হয়েছে মিড ডে মিলের টাকা থেকে। টুইট করে সেই ছবিও প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তাতে লেখেন, ‘‘বীরভূম জেলার বগতুই হত্যাকাণ্ডে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। ক্ষতিগ্রস্তদের আত্মীয়দের ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে মিড ডে মিলের তহবিল থেকে। স্কুলের ছাত্রছাত্রীদের খাদ্য ও পুষ্টির জন্য কেন্দ্রীয় সরকারের তহবিলের অপব্যবহার করে! মনে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এতটাই দেউলিয়া যে রাজ্যের জরুরি ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কোনো টাকা অবশিষ্ট নেই।’’

তারপরই শুভেন্দু হুঁশিয়ারি, মিড ডে মিলের টাকা অপব্যবহার করা হচ্ছে। দরিদ্র ছাত্রদের পুষ্টি অবহেলিত হচ্ছে। আমি মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানাব। মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং বীরভূমের ডিএম-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবো।’’

Mailing List