হোলদোল নেই কেন্দ্রের, কুর্মিদের আন্দোলন দ্বিতীয় দিনেও অচল রেল পরিষেবা

হোলদোল নেই কেন্দ্রের, কুর্মিদের আন্দোলন দ্বিতীয় দিনেও অচল রেল পরিষেবা
21 Sep 2022, 11:23 PM

হোলদোল নেই কেন্দ্রের, কুর্মিদের আন্দোলন দ্বিতীয় দিনেও অচল রেল পরিষেবা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: তপশিলি উপজাতি তালিকাভুক্তির দাবিতে কুর্মিদের আন্দোলন দ্বিতীয় দিনে পড়ল।  টানা প্রায় ৪৮ ঘন্টা রেল অবরোধের জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত। কিন্তু এখনও পর্যন্ত এ নিয়ে কোনও হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের। বুধবার রেল আধিকারিকরা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করলেও সে বৈঠকে কোনও সমাধান সুত্র বের হয়নি। কারণ, রেলকর্তারা আন্দোলনকারীদের মূল দাবিগুলি নিয়ে কোনও আশ্বাস দিতে পারেননি। সমস্যা সমাধানে উদাসীন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোও। ফলে রেল অবরোধ চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন কুর্মি সমাজের মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো।

তাঁদের আন্দোলনের জেরে মঙ্গলবার ভোর থেকে দু’দিন ধরে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা-পুরুলিয়া শাখায় কুস্তাউর স্টেশন ও খড়গপুর- টাটানগর শাখার খেমাশুলি স্টেশনে রেল অবরোধ চলছে। রাজ্যের বাইরেও একাধিক রেলস্টেশনে অবরোধে নেমেছে আদিবাসী কুর্মি সমাজ। তাদের মূল দাবি টোটেমিক কুর্মি জাতিকে তপশিলি উপজাতির তালিকায় আনতে হবে। সেই সঙ্গে কুর্মালি ভাষা ও সারণা ধর্মকেও স্বীকৃতি দিতে হবে। রাজ্য সরকার তাদের দাবিগুলি মেনে নিয়ে সুপারিশ পাঠিয়েছে কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রকে। কিন্তু কেন্দ্রের তরফে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কুর্মি সমাজের মূল মানতা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো বলেন, আমরা স্পষ্ট আশ্বাস না পেলে উঠছি না। স্থানীয় বিডিও, জেলা প্রশাসনের কর্তারা এবং রেলের আধিকারিকরা এসে আলোচনা করেছেন। আমরা আলোচনা চাই না, কেন্দ্রের তরফে নির্দিষ্ট প্রতিশ্রুতি চাই। বুধবার সকালে রেলের পক্ষে এক বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে, আন্দোলনের জন্য মোট ৫৩টি ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৮টি ট্রেনের।

Mailing List