মন্দিরের গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য মালদায়

মন্দিরের গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য মালদায়
04 Dec 2022, 02:50 PM

মন্দিরের গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য মালদায়

 

নারায়ণ সরকার, মালদা

      

বাড়ির মন্দিরের গয়না চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদহের পুরাতন মালদা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিবরাম পল্লী এলাকায়। শনিবার রাতে কেউ বা কারা মন্দিরের বেশ কিছু গয়না চুরি করেছে বলে অভিযোগ। বাড়ির লোকেরা রবিবার সকালে উঠে পুজো দেওয়ার সময় দেখেন যে ঠাকুরের বেশকিছু গয়না চুরি হয়েছে। দেখেই চক্ষু চড়ক গাছ সকলের। এ ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 জানা গিয়েছে, বিগত কয়েক মাস আগেই পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চুরির উপদ্রব বেড়েছিল। তখন পুলিশ সক্রিয় হতেই চুরির ঘটনা কিছুটা কমে। ফের বাড়ির মন্দিরের গয়না চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়।  বিষয়ে পরিবারের তরফে মালদা থানার মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়িতে এটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে নেমেছে মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ।

Mailing List