মাটির নীচে রয়েছে কলসি ভর্তি সোনা, মিলবে অমাবস্যায়, গুপ্তধনের লোভ দেখিয়ে নদিয়ায় তান্ত্রিক কী করলো দেখুন

মাটির নীচে রয়েছে কলসি ভর্তি সোনা, মিলবে অমাবস্যায়, গুপ্তধনের লোভ দেখিয়ে নদিয়ায় তান্ত্রিক কী করলো দেখুন
কুহেলি দেবনাথ, নদিয়া
মাটির নিচে কলসিতে রয়েছে সোনা। এমনই হদিশ দিয়েছিল তান্ত্রিক। কিন্তু কিভাবে মিলবে সেই গুপ্তধন।
তান্ত্রিকের বিধান অনুযায়ী, অমাবস্যার রাতে উঠবে সেই কলসি। সেই মতো প্রস্তুতিও নিতে বলা হয় এক ব্যক্তিকে। কিন্তু কলসি কোথায়? কলসির বদলে জুটলো ধারালো অস্ত্রের কোপ! বহু কষ্টে পালিয়ে প্রাণ বাঁচালেন অমর চক্রবর্তী। ঘটনায় পুলিশ অভিযুক্ত তান্ত্রিককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে, নদিয়ার তাহেরপুর থানার বীরনগর জয়পুরে।
পুলিশ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম অমর চক্রবর্তী (40)। অভিযুক্ত তান্ত্রিক নারায়ণ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, বসত বাড়ি ও চাষের জমির নিচে সোনা ভর্তি কলসি রয়েছে, এমনটাই দাবী করেন তান্ত্রিক নারায়ণ সরকার। আর সেই প্রলোভনে পা ফেলেন অমর চক্রবর্তী। গত একবছর ধরে দফায় দফায় অমর বাবুর কাছ থেকে এক লক্ষ্য কুড়ি হাজার টাকা নেন। সেই অনুযায়ী অমাবস্যার রাতে সেই কলসি পাওয়া যাবে বলে জানান তান্ত্রিক নারায়ণ সরকার।
গত 23 তারিখ বুধবার রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি নির্জন জায়গায় পুকুরের ধারে নিয়ে যান অমর চক্রবর্তীকে। সেখানেই নতুন গামছা পরে পুকুরে স্নান করতে নামতে বলেন। অভিযোগ, সেই সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে তান্ত্রিক। তার সাথে আরও একজন ছিলেন। সেখান থেকে রাতের অন্ধকারে কোনোরকম ভাবে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারকে সব জানান। গুরুতর জখম অবস্থায় প্রথমে বীরনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রানাঘাট আনুলিয়া হাসপাতালে স্থানান্তর করা হয় অমর চক্রবর্তীকে। তার শরীরে একাধিক জায়গায় কোপানো হয় এবং 60টি সেলাই পড়ে। পরে পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত তান্ত্রিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে।


