অনুষ্ঠিত হলো প্রতিবাদী নাটক 'মাতঙ্গিনী'-এর ক্লোজড্ ডোর শো
শোয়ে আমন্ত্রিত ছিলেন পাঁশকুড়া শহর তথা অন্যান্য এলাকার নাট্যপ্রেমী বিশিষ্ট ব্যক্তিরা।নাটকটিতে দক্ষতার সাথে অভিনয় করেছেন বর্ণালি গোস্বামী, সেক মুস্তাক আলি, পরীক্ষিত অধিকারী, তন্ময় ভৌমিক ও সৌমিত্র বর প্রমুখ।