ছুরি-চাকু-খুর নিয়েই রাজধানী ঢাকার ত্রাস হয়ে উঠছিল কিশোর গ্যাং! কিভাবে?

ছুরি-চাকু-খুর নিয়েই রাজধানী ঢাকার ত্রাস হয়ে উঠছিল কিশোর গ্যাং! কিভাবে?
23 Mar 2023, 10:10 AM

ছুরি-চাকু-খুর নিয়েই রাজধানী ঢাকার ত্রাস হয়ে উঠছিল কিশোর গ্যাং! কিভাবে?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: অস্ত্র বলতে ছুরি, চাকু, খুর। বয়সে প্রত্যেকেই কিশোর। আর এই কিশোর গ্যাং-ই ত্রাস হয়ে উঠেছিল রাজধানী ঢাকা শহরে। পুলিশের চোখে ধূলো দিয়ে ঘুরে বেড়াতো শহরের প্রধান সড়ক থেকে অলিগলি। আর পথচলতি মানুষ দেখলেই টার্গেট করে নিত। কেউ কিছু বোঝার আগেই চারদিক থেকে ঘিরে ফেলতো। তারপর ছুরি, চাকু দেখিয়ে মিমেষে হাতিয়ে নিত টাকা, স্বর্ণালঙ্কার থেকে মোবাইল, ল্যাপটপ। দ্রুত কাজ সেরে উধাও হয়ে যেত চোখের আড়ালে।

ঘটনায় তিতিবিরক্ত হয়ে উঠছিলেন মানুষ। বারবার পুলিশের কাছে অভিযোগও যাচ্ছিল। এবার পুলিশ বিশেষ বাহিনী তৈরি করে তল্লাশি অভিযান চালায়। আর তাতেই ধরা পড়ে যায় কিশোর গ্যাং এর দলবল। না, দু’চার জন নয়, একেবারে ৪৩ জন সদস্যকে গ্রেফতার করে র‍্যাব-২। উদ্ধার হয়েছে ছুরি, চাকু, খুর, মোবাইল-সহ নানা সামগ্রীও।

পুলিশ জানিয়েছে, এই কিশোর গ্যাং এর সদস্যরা রাজধানী ঢাকার মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও প্রভৃতি এলাকায় ছিনতাই করতো। এলাকার ত্রাস হয়ে উঠছিল তারা। কারণ, অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকাপয়সা, স্বর্ণালংকার, মুঠোফোন ও ল্যাপটপ ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। ছিনতাই ও ডাকাতি ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভ টিজিং, পাড়া-মহল্লায় মারামারি- একাধিক অপকর্মের সঙ্গে জড়িয়ে যাচ্ছিল। র‍্যাব সূত্রে জানা গিয়েছে, আর যাতে এই কিশোর গ্যাং মাথাচাঁড়া দিয়ে না উঠতে পারে, সে জন্য তল্লাশি অভিযান জারি থাকবে।

Mailing List