সাতসকালে বাড়ি থেকে বেরিয়েই খুন যুবক, ব্যাপক উত্তেজনা ছড়ালো গঙ্গারামপুরে

সাতসকালে বাড়ি থেকে বেরিয়েই খুন যুবক, ব্যাপক উত্তেজনা ছড়ালো গঙ্গারামপুরে
বাবলা বল, বালুরঘাট
ভোরে বাড়ি থেকে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হল এক যুবক। অভিযোগ, ওই যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। তাতেই মৃত্যু হয় যুবকের। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দোমুঠা এলাকার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মঞ্জিরুল হোসেন (৩০)। ভিন্ন রাজ্যে কাজ করতেন ওই যুবক। পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকালে মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সে। রাস্তায় কয়েকজন দুষ্কৃতী তাকে আটকায়। তারপর ধস্তাধস্তি শুরু করে। পরে দুষ্কৃতীরা তাকে জোর করে তাদের বাড়িতে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে বলে এমন ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ছড়ায় উত্তেজনাও। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি মৃতদেহও উদ্ধার করে।
কিন্তু কী কারণে খুন। পুরনো বিবাদের জেরেই এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।



