ফ্রান্সের হয়ে না খেলার সিদ্ধান্ত বিশ্বকাপ জয়ী তারকার

ফ্রান্সের হয়ে না খেলার সিদ্ধান্ত বিশ্বকাপ জয়ী তারকার
10 Jan 2023, 04:03 PM

ফ্রান্সের হয়ে না খেলার সিদ্ধান্ত বিশ্বকাপ জয়ী তারকার

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন হুগো লরিস। তার নেতৃত্বে ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স। লরাঁ ব্লাঁর হাত থেকে আর্মব্যান্ড তুলে নেওয়ার পর ২০১২ সাল থেকে লেস ব্লুজদের অধিনায়কত্ব সামলেছেন লরিস। ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির ছিল লিলিয়ান থুরামের। তিনি ১৪২ ম্যাচ খেলেছিলেন ফ্রান্সের হয়ে। কাতার বিশ্বকাপে সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছেন লরিস। মোট ১৪৫ ম্যাচ খেলে অবসর ঘোষণা করলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ফরাসী গোলরক্ষক খেলা চালিয়ে যাবেন টটেনহ্যামের হয়ে। লরিস বলেছেন, ‘আমার মনে হয়, আমি সবটা দিয়ে ফেলেছি। তাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি।’ বিশ্বকাপ ফাইনাল হারার প্রায় তিন সপ্তাহ পর অবসরে গেলেন ফ্রান্স অধিনায়ক। সামনেই ২০২৪ ইউরোর বাছাইপর্ব শুরু হতে যাচ্ছে। ফ্রান্সের পরিকল্পনা সেই ইউরোকে ঘিরেই। এরই মধ্যে দিদিয়ের দেশ সঙ্গে নতুন চুক্তিও সম্পন্ন হয়ে গেছে। পুরোনো কোচের সঙ্গে নতুন ‘প্রকল্প’ শুরু করার আগেই ফ্রান্সের জার্সি তুলে রাখছেন লরিস।

গতকালই সব ধরণের ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন গ্যারেথ বেল। সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ওয়ালস ফুটবলার। কাতারে ৫৮ বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল ওয়েলস। ২০০৬সালে ওয়েলস জার্সিতে অভিষেক হয় বেলের। দেশের হয়ে ১১১ম্যাচে ৪১গোল করেছেন এই তারকা স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদ,  টটেনহ্যামের মতো ক্লাবেও খেলেছেন বেল। বেল বিদায় বার্তায় বলেন, ওয়েলস আমার পরিবার। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত আমার ক্যারিয়ারে এ পর্যন্ত নেওয়া কঠিনতম সিদ্ধান্ত। আমি কীভাবে ব্যাখ্যা করব, এই দেশের এবং জাতীয় দলের অংশ হওয়াটা আমার কাছে কেমন? আমার জীবনের উপর এর প্রভাবই বা কেমন, সেটা কীভাবে লিখব? ওয়েলসের জার্সি পরার প্রতিটি মুহূর্ত কেমন অনুভব করেছি, সেটা কীভাবে প্রকাশ করব?”

Mailing List