ফের ড্র, টাইব্রেকারেই মীমাংসা হবে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ

ফের ড্র, টাইব্রেকারেই মীমাংসা হবে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ
23 Aug 2023, 09:15 PM

ফের ড্র, টাইব্রেকারেই মীমাংসা হবে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ম্যাগনাস কার্লসেনকে দ্বিতীয় ক্লাসিক্যালের রুখে দিলেন ভারতের ১৮ বছর বয়সী রমেশবাবু প্রজ্ঞানন্দ। দুই রাউন্ডের শেষেও পাওয়া গেল না বিশ্ব চ্যাম্পিয়ন। দুই তারকাই করমর্দন করে ড্রয়ের সিদ্ধান্ত নেন। এবার খেলা গড়াল টাইব্রেকারে।

বৃহস্পতিবার টাইব্রেকারে নিয়ে যাওয়াই বিশ্বের একনম্বর দাবাড়ুর লক্ষ্য ছিল। এমনকী দ্বিতীয় গেম শুরু হওয়ার আগেই এমনই আশঙ্কা করেছিলেন বিশ্বনাথন আনন্দ। গত দু'দিন ধরে পেটের সমস্যায় ভুগছেন কার্লসেন। সেই অবস্থায় প্রথম দুই গেম খেলেন।

প্রথম ৪০টি মুভের জন্য দুই দাবাড়ু পান ৯০ মিনিট সময়। পরবর্তী গেমের জন্য তারা ৩০ মিনিট করে সময় পাবেন। এরপর প্রতি মুভে ৩০ সেকেন্ড করে সময় বেশি পান দুই দাবাড়ু।

১৪তম মুভে এদিন প্রজ্ঞা বেশ কিছুটা সময় নেন। এই মুভে ১৭ মিনিট নেন তিনি। কিন্তু জবাবে কার্লসেন তাঁর মুভ শেষ করেন অতি দ্রুত। তবে কার্লসেন সবথেকে বেশি সময় নেন তাঁর ১৩তম মুভে। এই মুভে ২৭ মিনিটি সময় নেন কিংবদন্তি।

প্রথম গেমে ড্র হওয়ার পর ম্যাগনাস কার্লসেন জানিয়েছিলেন, গত কয়েক দিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তিনি। মনসংযোগেও সমস্যা হচ্ছে, এমনটাও জানিয়েছিলেন। সাদা ঘুঁটি নিয়ে খেলায় দ্বিতীয় ক্লাসিকাল গেমে অ্যাডভান্টেজ ছিলেন বিশ্ব দাবার অন্যতম তারকা। যদিও প্রজ্ঞানন্দর বিরুদ্ধে কিস্তিমাত করতে পারলেন না। এ বার টাইব্রেকারের দিকে তাকিয়ে দাবা-বিশ্ব। ম্যাগনাস কার্লসেন এ দিন বলেন, ‘আয়োজকদের কাছে আমি কৃতজ্ঞ। ওরা দ্রুত চিকিত্সার ব্যবস্থা করায় আমি পুরোপুরি সুস্থ রয়েছি।

Mailing List