এক বুথের কর্মী যাবেন অন্যবুথে, দিদির দূত এভাবেই যাবে গ্রামে, সিদ্ধান্ত হাওড়ায়

এক বুথের কর্মী যাবেন অন্যবুথে, দিদির দূত এভাবেই যাবে গ্রামে, সিদ্ধান্ত হাওড়ায়
সুলেখা চক্রবর্তী, হাওড়া
উদয়নারায়নপুরে দিদির দূত কর্মসূচিতে এক বুথের কর্মী অন্য বুথে জনসংযোগ করবেন। এবং মানুষের কথা শুনবেন বলে জানিয়ে দিলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। রবিবার "দিদির রক্ষাকবচ" শীর্ষক কর্মসূচির সাংবাদিক সম্মেলনে এই কথা জানান তিনি। যা এই কর্মসূচির ব্যতিক্রম দিক বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, এই কর্মসূচিতে বুথ স্তরের কর্মীরা নিজেদের বুথেই থাকার জন্য প্রশিক্ষণ নিচ্ছে। কিন্তু মানুষ নিজেদের মনের কথা বুথের নেতাদের মন খুলে জানাতে পারবে তো? এই প্রশ্ন উঠেছে বারবার। সেই সমস্যা সমাধানের জন্য এবার নিজের বিধানসভা এলাকায় এই পরিকল্পনা নিয়েছেন বলে জানান সমীরবাবু। উল্লেখ্য, একইভাবে এক বিধানসভার বিধায়ক অন্য বিধানসভায় যাবেন। সেই ধাঁচেই এই পরিকল্পনা বলে জানান তিনি। যা সুরক্ষা কবচ কর্মসূচির ব্যতিক্রম।


