মুখ্যমন্ত্রীর ধর্নাতেই কাজ! ৬৩৮ কোটি পাঠাচ্ছে কেন্দ্র

মুখ্যমন্ত্রীর ধর্নাতেই কাজ! ৬৩৮ কোটি পাঠাচ্ছে কেন্দ্র
01 Apr 2023, 09:14 PM

মুখ্যমন্ত্রীর ধর্নাতেই কাজ! ৬৩৮ কোটি পাঠাচ্ছে কেন্দ্র

 

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: একশ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বরাদ্দ আটকে রাখার প্রতিবাদে রেড রোডে ধরনা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধরনা চলেছিল দীর্ঘ ৩০ ঘণ্টা ধরে। তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া না দেখা গেলেও তৃণমূল কংগ্রেস নেত্রীর ধরনায় কেন্দ্রের মোদি সরকার যে চাপে পড়েছে তা স্পষ্ট হল। ২ দিন কাটতে না কাটতেই রাজ্যকে টাকা পাঠাচ্ছে কেন্দ্র। নবান্ন সূত্রে খবর, মিড ডে মিলের জন্য রাজ্যের ঝুলিতে আসছে প্রায় ৬৩৮ কোটি টাকা।

রাজ্য সরকার ও রাজ্যের শাসক শিবিরের বরাবরের অভিযোগ, রাজ্যের উন্নয়ন, বকেয়া আটকাতে দিল্লিতে গিয়ে দরবার করেছে বঙ্গ বিজেপি। তাই আটকানো হচ্ছে রাজ্যের প্রাপ্য টাকা। বঙ্গ বিজেপির অভিযোগ পেয়ে রাজ্যে এসেছে একাধিক কেন্দ্রীয় প্রতিনিধি দল। ঘুরে দেখেছেন একাধিক প্রকল্পের কাজ। স্বাভাবিক ভাবেই স্কুলে স্কুলে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল দেখেছেন মিড ডে মিলের মানও। তারপরে এই খাতে রাজ্যের বকেয়া ৬৩৮ কোটি টাকা মেটাচ্ছে কেন্দ্র।এই প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় দল সব প্রকল্পের কাজ দেখে গেলেও কোনও খুঁত পায়নি। তাই প্রাপ্য টাকা মেটাতে বাধ্য হয়েছে। টাকা আটকে রাখার ফল ইভিএমে পড়বে বলেও দাবি সবুজ শিবিরের। আরও অভিযোগ, কেন্দ্র সংবিধান অনুযায়ী কাজ করে না। কেন্দ্র-রাজ্য যৌথ পরিকাঠামো মানে না।

Mailing List