বিস্ময় বালক অনির্বেদ!

29 Sep 2023, 08:45 PM
বিস্ময় বালক অনির্বেদ!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বয়স মাত্র ২ বছর ৯ মাস। আর এই বয়সেই ৩১টি দেশের মুদ্রার নাম মুখস্ত করে বিশ্ব রেকর্ড করেছে দুর্গাপুরের অনির্বেদ চৌধুরী। এরমধ্যেই ইন্ডিয়া, এশিয়া ও ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসেও নাম তুলে ফেলেছে সে। ছোট্ট খুদে এখনও তাঁর সাফল্য বুঝতে না পারলেও, তাঁকে নিয়ে গর্বিত মা ও বাবা।
দুর্গাপুরের (Durgapur)বিধাননগরের বাসিন্দা অনির্বেদ চৌধুরী। বয়স মাত্র ২ বছর ৯ মাস। ভালো করে কথাও ফোটেনি অনির্বেদের। আধো আধো কথাতেই মাত্র ১ মিনিটে ৩১টি দেশের মুদ্রার নাম বলে দিতে পারে সে। বলতে পারে সব গ্রহ, বারো মাসের নাম, জাতীয় সংগীতও (National anthem)অনায়াসেই গেয়ে ফেলছে সে।


