মহিলা হকি বিশ্বকাপ যেন একচেটিয়া নেদারল্যান্ডের দখলে

মহিলা হকি বিশ্বকাপ যেন একচেটিয়া নেদারল্যান্ডের দখলে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: মহিলা হকি বিশ্বকাপ মানেই কী চ্যাম্পিয়ান হবে নেদারল্যান্ড! যেন এমনই এক মিথ তৈরি করে দিল দেশটি। কেন এমন মনে হচ্ছে? আসলে মহিলা হকি বিশ্বকাপ এখনও পর্যন্ত ১৫ বার হয়েছে। আর তার মধ্যে যে ৯ বারই চ্যাম্পিয়ান নেদারল্যান্ড।
মহিলা হকি বিশ্বকাপ হচ্ছে মহিলাদের সর্বোচ্চ মানের আন্তর্জাতিক ফিল্ড হকি প্রতিযোগিতা। ১৯৭৪ সালে এটি শুরু হয়। প্রথমে দু’বছর অন্তর এই বিশ্বকার হত। ১৯৮২-তে এই সংস্থা ও আন্তর্জাতিক মহিলা হকি ফেডারেশন অ্যাসোসিয়েশন (আই এফ ডব্লিউ এইচ এ) একসাথে জুড়ে যায় ও ১৯৮৬ থেকে চার বছর অন্তর নিয়মিত অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটি আন্তর্জাতিক হকি ফেডারেশন কর্তৃক পরিচালিত হয়।
এই বিশ্বকাপ প্রতিযোগিতায় নেদারল্যান্ডসের পর বিশ্বকাপ জয়ী দেশ রয়েছে তিনটি। অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং জার্মানি। তিনটি দেশই দু’বার করে বিশ্বকাপ জিতেছে। ভারত একবার বিশ্বকাপ জিততে পারেনি। ভারত একবারই মাত্র চতুর্থ স্থান দখল করেছিল। বাকি ক্ষেত্রে ভারতের অবস্থার অনেক দূরে। পুরুষ হকি বিশ্বকাপে অবশ্য ভারত একবার জয়ী হয়। সেটি ছিল ১৯৭৫ সালে।


