সুটকেসে মহিলার মৃতদেহ! ভয়ংকর ঘটনা মুম্বইয়ে  

সুটকেসে মহিলার মৃতদেহ! ভয়ংকর ঘটনা মুম্বইয়ে   
21 Nov 2023, 05:49 PM

সুটকেসে মহিলার মৃতদেহ! ভয়ংকর ঘটনা মুম্বইয়ে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, মুম্বই: ভয়ংকর ঘটনার সাক্ষী থাকল মুম্বই। সুটকেসের মধ্যে এক মহিলার মৃতদেহ পাওয়া গেল মধ‌্য মুম্বইয়ের কুরলা অঞ্চলে। গতকাল কুরলার শান্তিনগর এলাকায় সিএসটি রোডে একটি সুটকেস পড়ে থাকতে দেখা যায়। এই অঞ্চলে মেট্রো প্রকল্পের কাজ চলছে। স্থানীয় জনতা সুটকেসটিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে সুটকেস ভাঙতেই মর্মান্তিক এবং ভয়ংকর ঘটনাটি সামনে আসে। সুটকেসের মধ্যে একটি মহিলার মৃতদেহ দেখতে পায় পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন‌্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত নিহত মহিলার কোনও পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, এই অঞ্চলের সিসিটিভি ক‌্যামেরার বিভিন্ন ফুটেজ খুঁটিয়ে দেখা হচ্ছে। যাতে এই ঘটনার সঙ্গে জড়িত কোনও তথ‌্য পাওয়া যায় কিনা। পুলিশ ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করেছে। হত‌্যাকারীদের সন্ধানে তদন্ত শুরু করেছে তারা।

Mailing List