মহিলাকে কটুক্তি, প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীকে মারধর হাওড়ায়

মহিলাকে কটুক্তি, প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীকে মারধর হাওড়ায়
16 Aug 2023, 02:15 PM

মহিলাকে কটুক্তি, প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীকে মারধর হাওড়ায়

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

স্বাধীনতা দিবসের রাতে মদ খেয়ে পথ চলতি মহিলাদের কটুক্তি! প্রতিবাদ করায় এক মহিলা ও তার স্বামীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো তিন দুষ্কৃতির বিরুদ্ধে। শুধু তাই নয় এই নিয়ে এলাকার কয়েকজন রুখে দাঁড়ালে পরপর তিনটি দোকানে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগও ওঠে তিন দুষ্কৃতির বিরুদ্ধে। যা নিয়ে তীব্র উত্তেজনা দেখা গিয়েছে সংলগ্ন এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দূষ্কৃতিদের নাম অলোক, বিক্রম ও সুজয়। ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া থানার বিরাডিঙীতে। স্বাধীনতার দিবস পালনের পর মঙ্গলবার রাতে বিরাডিঙী পুর্বপাড়ায় একটি ঝুপড়িতে মদের আসর বসায় অভিযুক্তরা। মদ্যপ অবস্থায় এলাকার পথ চলতি মহিলাদের কটুক্তি করতে থাকে। এক গৃহবধূর উদ্দেশ্যে নোংরা কথা বলে। অভিযোগ, ওই মহিলা প্রতিবাদ করায় তার শ্লীলতাহানি করা হয় এবং মারধর করে দূষ্কৃতিরা। স্ত্রীকে বাঁচাতে এলে তাঁর স্বামীকেও বেধড়ক মারধর করা হয়। এরপর মদ্যপ অবস্থায় অভিযুক্তরা পরপর তিনটি দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। যদিও আধ ঘন্টা তান্ডবের পর এলাকার লোক সম্মিলিত প্রতিরোধ গড়ে তুললে অভিযুক্তরা গা ঢাকা দেয়। পরে লিলুয়া থানা ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে সাময়িক বিক্ষোভ দেখানো হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ ,এই এলাকায় বাইরের ছেলেদের এনে রীতিমতো মদের আসর বসায় অভিযুক্তরা। পুলিশে জানিয়েও কোনো ফল হয় নি। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে বলে অভিযোগ করেছে এলাকার বাসিন্দারা।

Mailing List