আপেলের আজব পদ রেধে তাক লাগালেন মহিলা, চেখে দেখবেন নাকি?

আপেলের আজব পদ রেধে তাক লাগালেন মহিলা, চেখে দেখবেন নাকি?
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ সর্ষে বাটা দিয়ে কলার ঝাল ঝাল তরকারি কিংবা চিংড়িমাছ দিয়ে আমের চচ্চড়ি খেয়েছেন কখনও? খাননি? তবে ট্রাই করে দেখতে পারেন কখনও। তবে গরম গরম রুটি, পরোটা বা পাউরুটির সঙ্গে মাখামাখা করে বানানো আপেলের তরকারিও (Apple Sabji) চলতে পারে। হ্যাঁ স্বাস্থ্যকর মিষ্টি ফল আপেল দিয়ে সুস্বাদু তরকারি রেঁধে চমকে দিয়েছেন এক মহিলা। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (Social Media)। যা দেখে হায় হায় করে উঠছেন সকলে।
সম্প্রতি এক্স-এ একটি পোস্ট করা হয় আপেলের সবজি রান্নার ওই ভিডিও। পাঁচ মিনিট উনচল্লিশ সেকেন্ডের ভিডিওতে গোটা রান্নার প্রক্রিয়াটি দেখানো হয়েছে। শাড়ি পরা মধ্যবয়স্ক মহিলা প্রথমে আপেলের বোটার অংশটি বাদ দেন। এরপর গোটা অবস্থায় ফলগুলিকে সিদ্ধ করেন। রান্নায় ব্যবহার করেন পেঁয়াজ, টমোটো-সহ একাধিক মশলা। রান্না সম্পূর্ণ হলে দেখা যায় আলুর দমের মতোই মাখামাখা আপেলের একটি সবজি তৈরি। পাউরুটির সঙ্গে ওই সবজি বেড়ে দিতেও দেখা যায় মহিলাকে।
আপেল দিয়ে সবজি রান্না দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। এই কারণেই ভাইরাল হয়েছে ভিডিওটি। তিন লাখ ছাড়িয়ে গিয়েছে ভিউ। নানা জনের নানা মন্তব্যে উপচি পড়ছে ইনবক্স। কেউ কেউ মজা করে বলছেন, এর পর তো আঙুর, পেয়ারা, কমলা… কিছুই বাদ যাবে না!


