মারাদোনার মৃত্যু বার্ষিকীতে মেসিদের ফিরে আসার প্রজ্ঞা

মারাদোনার মৃত্যু বার্ষিকীতে মেসিদের ফিরে আসার প্রজ্ঞা
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আজ ২৫ নভেম্বর। ডিয়েগো আর্মান্দো মারাদোনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দোহাতে মেসিদের। মননে শুধুই মারাদোনা। প্ৰথম ম্যাচে হারে একটু বিমর্ষ নীল সাদা বাহিনী।
তা সত্ত্বেও অনুশীলন করতে হবে মেসিকে। বাকিদের উদ্দীপ্ত করার দায়িত্ব যে ক্যাপ্টেন লিওর কাঁধেই। শনিবার লুসেইলে প্রতিপক্ষ মেক্সিকো। জায়ান্ট কিলার। কিন্তু মেসির প্রতিপক্ষ এখন মারাদোনাই। কাতারে চ্যাম্পিয়ন হতে না পারলে বিশ্বকাপের পাশাপাশি ডিয়েগোও তাঁর কাছে স্রেফ অধরা মাধুরী হয়েই থাকবেন। শুধু মেসি নন, এই আর্জেন্তিনা
আর্জেন্টিনাকে তাদের পরের দুটি ম্যাচে পোল্যান্ড ও মেক্সিকোর বিপক্ষে জিততে হবে। আর বাকি খেলায় যদি সৌদি আরব হেরে যায় সেক্ষেত্রে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থাকবে আর্জেন্টিনা, তিন পয়েন্ট নিয়ে তলানিতে থাকবে সৌদি। পোল্যান্ড ও মেক্সিকো চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে। নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে আর্জেন্টিনা। অন্যদিকে বাকি দুটি ম্যাচের একটিতে আর্জেন্টিনা জিতে অন্যটিতে হেরে গেলে দুটি হারে, মেসির যোগ্যতা অর্জনের ক্ষীণ সম্ভাবনা থাকবে না কারণ পোল্যান্ড বা মেক্সিকো (যেটি আর্জেন্টিনাকে পরাজিত করেছে) চার পয়েন্ট পাবে এবং যোগ্যতা অর্জন করবে। এদিকে সংঘর্ষে জড়ালেন আর্জেন্তিনা ও মেক্সিকোর সমর্থকরা। মাঠে নামার আগেই প্রকাশ্য রাস্তায় সংঘর্ষে জড়ালেন তাঁরা। চলে কিল-চড়-ঘুষি-লাথি। যে জায়গায় সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে সেই সময়ে সেখানে কোনও পুলিশ মোতায়েন ছিল না। তবে এই ঘটনার পর কাতারে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।


