টেস্ট ক্যাপ্টেনের অন্যতম দাবিদার হতে চলেছেন এই উইকেট কিপার

টেস্ট ক্যাপ্টেনের অন্যতম দাবিদার হতে চলেছেন এই উইকেট কিপার
বিপ্লব বসু
টেস্ট ক্যাপ্টেনের ব্যাটন কার হাতে উঠবে তার নিয়ে চর্চা অব্যাহত। আগামী দু' সপ্তাহের মধ্যে বোর্ডের নির্বাচকরা ভারতের নতুন টেস্ট অধিনায়ক বেছে নেবেন।তার আগে প্রাক্তনদের নজরবন্দিতে রয়েছেন বেশ কয়েকজন সম্ভাব্য ক্রিকেটার, যাঁদের অধিনায়ক হিসেবে দেখতে চায় ক্রিকেট ভারত।
পাঁচ জনের নাম উঠৈ এসেছে। এঁরা হলেন, কেএল রাহুল,রোহিত শর্মা,যশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্হ। পাঁচজনের ক্ষেত্রে যুক্তি, ব্যাখ্যাও উঠে এসেছে। তবে এঁদের সকলের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঋষভ পন্হ।
প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকারের মতে, ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হওয়ার ক্ষেত্রে যোগ্য দাবিদার ঋষভ পন্হই। ২৪ বছর বয়সী ঋষভের মধ্যে যে ঝাঁঝটা আছে সেটা আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। আর একে প্রাথমিকভাবে কাজে লাগিয়েছেন ভারতের এই যুবা উইকেটকিপার-ব্যাটার আইপিএলে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে ঋষভ দল চালনার ক্ষেত্রে যথেষ্ট মুন্সীয়ানা দেখিয়েছেন।
তাছাড়া অধিনায়ক হতে গেলে যে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সাহস দেখানোর অতি প্রয়োজনীয় উপাদানটা জরুরি হয়ে ওঠে, সেটা ঋষভের মধ্যে রয়েছে। এইখানেই তিনি সকলের চেয়ে এগিয়ে রয়েছেন। সেইসঙ্গে সব ফর্ম্যাটে তিনি দলের নিয়মিত সদস্য।
গাভাসকারের মতে, ঋষভকে এমন দায়িত্ব দিলে তাঁর খেলার আরো উন্নতি হবে। যেভাবে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পাওয়ার পর রোহিত শর্মা ব্যক্তিগত ৩০/৪০ রানের ইনিংস গুলোকে দ্রুত পঞ্চাশের ওপরে নিয়ে গেছেন। ঋষভের ব্যাটিং আগ্রাসনের মধ্যে দায়িত্বশীল হয়ে ওঠার ছবিটাদেখা যাবে বলেই মনে করেন প্রাক্তন ওপেনার। রোহিত শর্মাকে ইতিমধ্যেই দু'টো ফর্ম্যাটের অধিনায়ক করা হয়েছে। তাঁর ওপর কয়েকমাস পরেই রোহিত ৩৫ বছরে পা রাখবেন। কেএল রাহুলের প্রতিভা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু আইপিএলে পঞ্জাব কিংসকে দলগত সাফল্যের রাস্তায় এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন।
তাছাড়া সদ্যসমাপ্ত ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হিসেবে তেমন কোন আঁচড় ও কাটতে পারেননি। ফলে ঋষভ যে অন্যতম একজন দাবিদার হতে চলেছেন তা পরিষ্কার।


