চার বছর ধরে আবেদন করেও আবাস যোজনার বাড়ি না পাওয়ায় এলাকার পঞ্চায়েত সদস্যকে নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা!

চার বছর ধরে আবেদন করেও আবাস যোজনার বাড়ি না পাওয়ায় এলাকার পঞ্চায়েত সদস্যকে নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা!
28 Dec 2022, 08:17 PM

চার বছর ধরে আবেদন করেও আবাস যোজনার বাড়ি না পাওয়ায় এলাকার পঞ্চায়েত সদস্যকে নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা!

আনফোল্ড বাংলা প্রতিবেদন: চার বছর ধরে আবেদন করেও পেলেন না কোনও বাড়ি। সেই কারণেই এলাকার পঞ্চায়েত সদস্যকে নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার শেওড়াফুলি পঞ্চায়েত অফিসে বোর্ড মিটিং চলছিল, সেই খবর পেয়ে গ্রামবাসীরা পঞ্চায়েত অফিস ঘেরাও করেন। পরে প্রধান বিডিওকে দিয়ে যাচাই করার আশ্বাস দিলে পঞ্চায়েত ঘেরাও মুক্ত হয়। 

 পঞ্চায়েত সদস্য সুদর্শন বর জানান, "এখানকার যাঁরা আধিকারিকরা রয়েছেন, তাঁদের কাছে আবাস যোজনার বাড়ির আবেদন পত্র জমা করেছিল গ্রামবাসীরা। এখন দেখছি কেবল দুটো সংসদে বাড়ি পেয়েছে এবং বাকি বারোটা সংসদের ফাইলে কোন কাগজই নেই। এখানকার আধিকারিকরা আর মন দিয়ে কাজ করেন না। পেয়ারাপুর পঞ্চায়েতে প্রধানের তো কোন কথাই চলে না। ওঁরা যেটা ঠিক করে দেবেন সেটাই ফাইনাল। আমরা চাইছি যাতে প্রতিটা গরিব মানুষ যাতে ঘর পান।"

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, "দীর্ঘ ৪ বছর হয়ে গেল আবেদন করেছি, এখনও কোনও ঘর পাইনি।" পঞ্চায়েতের প্রধান সীমা সরদার জানান, পঞ্চায়েতের সব কটি সংসদ থেকেই প্রায় ৪০০ ঘরের জন্য আবেদন করা হয়েছিল।তার মধ্যে থেকে কেবলমাত্র দুটি সংসদ ঘর মিলেছে। ১২টা সংসদের কোনও কাগজ নেই। বিষয়টি বিধায়ক ও বিডিও-কে জানানো হয়েছে। বিষয়টি অনুসন্ধানের জন্যেও দাবি তুলেছেন তাঁরা।

Mailing List