জঙ্গলে অনাদরে পড়ে থাকা ফলের কদর দেখা গেল দশহরায়

30 May 2023, 06:25 PM
জঙ্গলে অনাদরে পড়ে থাকা ফলের কদর দেখা গেল দশহরায়
সুলেখা চক্রবর্তী, হাওড়া
বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। বাংলার লোক উৎসব গুলির মধ্যে দশহরা একটি। এই দিনে সাধারণত দেবী মনসাকে দশ রকমের ফল, দশ রকমের ফুল, দশ রকমের ভাজা দিয়ে পূজার্চনা করা হয়। গ্রীষ্মের দাপটে এই দিনে বৃষ্টির আরাধনাও করে থাকেন অনেকে। দশ ফলের মধ্যে আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি যেমন থাকে তেমনি বৈঁচি, আঁশফল, টক করমচার মতো ফলও থাকে। আয়ুর্বেদ মতে, এই সব ফলে ব্যাপক ক্যালসিয়াম ও মিনারেল থাকে। কিন্তু গ্রামীণ এলাকায় এই সব ফল আজ প্রায় অমিল। মঙ্গলবার তাই বাগনান, উলুবেড়িয়া, আমতা বাজারে এই সব ফলের দাম শুনে চোখ কপালে উঠেছে। জানা গিয়েছে, ছোট ছোট এই ফল বিক্রি হয়েছে ৫ টাকা পিস হিসাবে। এতদিন জঙ্গলে অনাদরে যে ফলগুলো পড়েছিল এ দিন তারই কদর দেখা গেল ধর্মপ্রাণ মানুষের কাছে।


