শিক্ষকদের বদলি আপাতত বন্ধ, পরিচালন কমিটির বৈঠকে সিদ্ধান্ত পর্ষদের

শিক্ষকদের বদলি আপাতত বন্ধ, পরিচালন কমিটির বৈঠকে সিদ্ধান্ত পর্ষদের
17 Sep 2022, 07:30 PM

শিক্ষকদের বদলি আপাতত বন্ধ, পরিচালন কমিটির বৈঠকে সিদ্ধান্ত পর্ষদের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ উৎসশ্রী পোর্টালের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পর্ষদের পরিচালন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। আদালতের নির্দেশ মেনে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্যই আপাতত বদলি প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিক্ষক-শিক্ষিকাদের বদলির আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য গতবছর অগাস্টে চালু হয়েছিল উৎসশ্রী পোর্টাল। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেরবার রাজ্য। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের বদলি নিয়েও বিস্তর অভিযোগ তুলেছে বিরোধীরা। আপাতত শিক্ষক বদলি প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পর্ষদ।

Mailing List