সিংহের পিঠে চেপে ২০ লাখ টাকা জরিমানা গুনতে হল পর্যটককে

সিংহের পিঠে চেপে ২০ লাখ টাকা জরিমানা গুনতে হল পর্যটককে
23 Sep 2023, 07:05 PM

সিংহের পিঠে চেপে ২০ লাখ টাকা জরিমানা গুনতে হল পর্যটককে

 

আনফোল্ড বাংলা: হাতি, ঘোড়া চাপার শখ অনেকেই থাকে। কিন্তু সেই শখ মেটাতে আমাদের জরিমানা দিতে হয় না। তবে এখানে উলটপুরাণ। বনের রাজার পিঠে চাপার জন‌্য মাত্র কয়েক শো টাকা নয়। রীতিমতো মার্কিন ডলারে ১৯ হাজার জরিমানা দিতে হল এক আইরিশ পর্যটককে। তবে সেই সিংহ কোনো জীবন্ত পশু নয়। ইট-পাথর দিয়ে তৈরি। বেলজিয়ামের রাজধানী শহর ব্রাসেলসে ঘটনাটি ঘটেছে। ওই পর্যটক মদ‌্যপ অবস্থায় সিংহের স্ট‌্যাচুতে উঠে তার একটি অংশ ভেঙে ফেলায় তাকে এই বড় অঙ্কের জরিমানা দিতে হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ব্রাসেলসের স্টক এক্সচেঞ্জের সামনে সিংহের যে স্ট‌্যাচুটি রয়েছে তাতে ওই আইরিশ পর্যটক মদ‌্যপ অবস্থায় উঠেছিলেন। নামার সময় ভাস্কর্যের একটি অংশ ভেঙে ফেলেন। শাস্তি হিসাবে ওই ব‌্যক্তিকে জরিমানা দিতে হয়েছে।

ব্রাসেলসের স্টক এক্সচেঞ্জের সামনে যে স্ট‌্যাচুটি রয়েছে তাতে দেখা যায়, সিংহের মাথায় এক ব‌্যক্তি একটি হাত রেখেছে, তার অন‌্য হাতে রয়েছে একটি টর্চ। সম্প্রতি ১৫ কোটি মার্কিন ডলার খরচ করে ওই স্ট‌্যাচুটি সংস্কার করা হয়েছে। স্থানীয়রা ওই ভার্যটিকে ‘দ‌্য বোর্স’ বলেই জানে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে ধৃত ওই ব‌্যক্তি একটি সিংহের পিঠে চড়ে নামতে গিয়ে স্ট‌্যাচুর একটি অংশ ভেঙে ফেলেন। মনে করা হচ্ছে ভাঙা টুকরোটি সিংহের পিঠে থাকা ব‌্যক্তির হাতে ধরা টর্চটি। ভাস্কর্যটি সংস্কারের পর দর্শকদের জন‌্য খুলে দেওয়ার পর দিনই এই ঘটনা ঘটে। তবে ধৃত ওই ব‌্যক্তি নিজেকে নিরপরাধ বলেই দাবি করেছেন। একটি রেস্তোরা থেকে ওই ব‌্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

Mailing List