খেতাব অধরাই, চোখের জলে বিদায় নিলেন সানিয়া

খেতাব অধরাই, চোখের জলে বিদায় নিলেন সানিয়া
27 Jan 2023, 04:00 PM

খেতাব অধরাই, চোখের জলে বিদায় নিলেন সানিয়া

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামের শেষটা মধুর হল না সানিয়া মির্জার। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্স ডাবলসের ফাইনালে হেরে গেলেন সানিয়া মির্জা ও রোহন বোপান্না জুটি। শুক্রবার রড লেভার এরিনায় ব্রাজিলিয়ান জুটি লুইসা স্টেফানি ও রাফায়েল মাটোসের কাছে হেরে যান তারা। ম্যাচের ফলাফল ৬-৭ (২-৭), ২-৬। নিঃসন্দেহে ভারতীয় টেনিস ইতিহাসের সর্বকালের সেরা মহিলা খেলোয়াড় হিসেবে শীর্ষে থাকবেন সানিয়া। আগামী মাসে দুবাইয়ের একটি টুর্নামেন্টের পর পেশাদারি টেনিসকে বিদায় জানাবেন তিনি।বয়স ৩৬ পেরিয়েছে। সেরা সময় অনেক আগেই পার করে এসেছেন। ছয় গ্র্যান্ড স্লামের শেষটি জিতেছিলেন সাত বছর আগে। তা ছাড়া পরিবারকে আরও সময় দিতে চাইছিলেন। এসব কারণে অবসরের ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন সানিয়া।

সানিয়াকে অবশ্য রাজসিকভাবেই বিদায় দিয়েছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর আগে পুরো রড লেভার অ্যারেনা হর্ষধ্বনিতে মুখর হয়ে ওঠে। বিদায়ী বার্তায় সানিয়াও আবেগ ধরে রাখতে পারেননি। ভারতীয় টেনিস সুন্দরী বলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আমায় বাড়ির অনুভূতি দেওয়ার জন্য। আমি কাঁদছি। এটা আসলে খুশির অশ্রু। চোখের এই জল দুঃখের নয়। চাইলে আরও গোটা দুয়েক প্রতিযোগিতা খেলতেই পারতাম।"এর আগে ২ বার অস্ট্রেলিয়ার ওপেন জিতেছে সানিয়া মির্জা। ২০০৯ সাবে মিক্সড ডাবলসে প্রথমবার জয় পান ভারতীয় মহিলা টেনিস তারকা। সেবার সানিয়ার সঙ্গী ছিলেন মহেশ ভূপতি। আর ২০১৬ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে মহিলাদেক ডাবলস জিতেছিলেন সানিয়া মির্জা।

Mailing List