পড়ে রয়েছে খালি সিংহাসন, রাধাষ্টমীর পূজা শেষ হতেই উধাও রাধামাধবের যুগল মূর্তি ও গয়না

পড়ে রয়েছে খালি সিংহাসন, রাধাষ্টমীর পূজা শেষ হতেই উধাও রাধামাধবের যুগল মূর্তি ও গয়না
আনফোল্ড বাংলা প্রতিবেদন, নদিয়া: সারাদেশেই যখন ধুমধাম করে রাধাষ্টমী উদযাপন হচ্ছে ঠিক সেই মুহূর্তে বসতবাড়ির মন্দির থেকে চুরি হয়ে গেল রাধামাধবের যুগল মূর্তি ও মূর্তির গহনা। এমনি চাঞ্চল্যকর ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের সত্য নগরে। এই কৃষ্ণগঞ্জে কয়েকদিন আগে ও চুরি গেছে বেশ কয়েকটি বাড়িতে। তবে সেগুলি চুরি হয়েছে রাতে। আর এখানে চুরি হয়েছে দিনে-দুপুরে!
রবিবার সকাল ন'টা নাগাদ পরিবার সূত্রে জানানো হয়েছে গতকাল দুপুরে নদীয়ার কৃষ্ণগঞ্জের সত্য নগর গ্রামে পাপিয়া করের বাড়িতে রাধা অষ্টমীর পুজো ছিল। অভিযোগ, পুজো দেবার পর বাড়ির লোকজন রান্নার কাজে ব্যস্ত থাকে সেই সুবাদে চোরেরা এসে রাধা কৃষ্ণের মূর্তি, সোনার টিপ ও সাত ভরি রুপোর গহনা নিয়ে চম্পট দেয় ঠাকুর ঘর থেকে। পরিবার সূত্রে জানানো হয়েছে, বিকেলে ঠাকুরের পুজোর প্রসাদ দিতে গিয়ে পরিবারের সদস্য দেখতে পান সিংহাসন থেকে ঠাকুর উধাও। এরপর খোঁজাখুঁজি শুরু হয়। প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর পরিবারের পক্ষ থেকে রাত্রিবেলায় কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়। দিনে দুপুরে বাড়িতে লোক থাকা সত্ত্বেও চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


