ঋষভের জন্য মন্দিরে পুজো দিলেন সতীর্থরা

ঋষভের জন্য মন্দিরে পুজো দিলেন সতীর্থরা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ঋষভের পাশে সতীর্থরা। ধীরে ধীরে সুস্থ উঠছেন ব্যাটসম্যান- উইকেটরক্ষক ঋষভ পন্ত। আর তার দ্রুত আরোগ্য কামনা করে সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর এবং আরও কয়েকজন ক্রিকেটার আজ সকালে উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে পুজো করেছেন। ভোর ভোর উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে জ্যোতির্লিঙ্গ দর্শনে পৌঁছে গিয়েছিলেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দররা। আদুল গায়ে, গেরুয়া বসনে পরম ভক্তিভরে মন্দিরে পুজো দিলেন তাঁরা। সবার একটাই প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুন পন্থ।
মন্দির থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সূর্যকুমার বলেন, “আমরা ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনা করেছি। ওর দলে ফেরাটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছি। শেষ ম্যাচেও ভালো পারফরম্যান্সের আশায় রয়েছি।”গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি ধাক্কা মারে হাইয়ের ডিভাইডারে। কোনওক্রমে প্রাণ বাঁচেন ঋষভ। প্রথমে দেরাদুনের হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। পরে তাঁকে উড়িয়ে আনা হয় মুম্বইয়ে। বর্তমানে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি তিনি। দিন কয়েক আগেই লিগামেন্টে টানা তিন ঘণ্টার অস্ত্রোপচার হয় তাঁর। আগামী কয়েক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন পন্ত। হাসপাতাল সূত্রে তেমনই খবর। বাড়িতেই শুশ্রূষার প্রক্রিয়া চলবে তাঁর। বাড়িতে থাকলেও কড়া পর্যবেক্ষণের মধ্যে থাকবেন তারকা উইকেটকিপার-ব্যাটার। হাসপাতালের সূত্রের খবর, পন্তের মেডিক্যাল কোল্যাটেরাল লিগামেন্টে (এমসিএল) বড়সড় অস্ত্রোপচার হয়েছে।


