ক্লাসে পড়া না পারায় ছাত্রকে শাস্তি দিয়েছিলেন শিক্ষক, পরে শিক্ষককে মারধরের অভিযোগ হাওড়ায়  

ক্লাসে পড়া না পারায় ছাত্রকে শাস্তি দিয়েছিলেন শিক্ষক, পরে শিক্ষককে মারধরের অভিযোগ হাওড়ায়   
12 Sep 2023, 10:15 AM

ক্লাসে পড়া না পারায় ছাত্রকে শাস্তি দিয়েছিলেন শিক্ষক, পরে শিক্ষককে মারধরের অভিযোগ হাওড়ায়

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

ক্লাসে পড়া না করায় এক দশম শ্রেণীর ছাত্রকে শাস্তি দিয়েছিলেন স্কুলের শিক্ষক। তারই প্রতিবাদে টিচার্স রুমে ঢুকে ওই শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো ওই ছাত্রের অভিভাবকদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়া শ্যামপুরের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠে। জানা গিয়েছে, সম্প্রতি গ্রামার ক্লাসে ঠিকমতো ক্লাস না করায় ইংরেজির শিক্ষক ওই ছাত্রকে প্রথমে কান ধরে ওঠবস করতে বলেন। পরে ওই ছাত্রের গায়ে হাতও তোলেন বলে অভিযোগ। প্রাথমিকভাবে সব মিটে গেলেও রাগে ওই ছাত্র বাড়ি চলে যায়। এরপরই ছাত্রের অভিভাবক ছুটে আসে স্কুলে এবং স্কুলের টিচার্স রুমে ঢুকে ইংরেজি শিক্ষককে বেধড়ক মারধর করে যায় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজেও তা ধরা পড়েছে। এই ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বিভিন্ন মহলে। আতঙ্কিত অবস্থায় রয়েছেন শিক্ষকরা।

বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমলেন্দু বাজানী জানান, "শিক্ষকরা আতঙ্কিত।" অন্যদিকে পরিচালন কমিটির সভাপতি তাপস পাল জানান, "ঠিক কি হয়েছে তা খতিয়ে দেখে সব পক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।"

Mailing List