লাস্যময়ী রূপ ধরা দিয়ে নেটিজেনদের ঘুম কেড়েছে সৌমিতৃষা হরফে পর্দার 'মিঠাই'

লাস্যময়ী রূপ ধরা দিয়ে নেটিজেনদের ঘুম কেড়েছে সৌমিতৃষা হরফে পর্দার 'মিঠাই'
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বেশ কয়েকবার প্রথম স্থানচ্যূত হলেও ফের দাপটের সঙ্গে ফিরে এসে নিজের স্থান দখল করেছেন পর্দার মিঠাইরানী। বিগত দেড় বছরেরও বেশি সময় যাবত এই ধারাবাহিকটি মনোরঞ্জন করে চলেছে বাঙালির। একটা সময় টিআরপি কুইন তাঁকেই বলা হত।
তবে বর্তমানে তাঁর সাম্রাজ্য টলোমলো। একাধিক নতুন সিরিয়ালের আগমনে বেশ খানিকটা পিছু হটেছে মিঠাইরানি। তবে কমেনি তাঁর ভক্ত সংখ্যা। মিঠাই ওরফে সৌমীতৃষা কুন্ডু'র ভক্ত সংখ্যাও কিন্তু অসংখ্য। দর্শকদের অত্যন্ত কাছের এবং প্রিয় পাত্রী তিনি। নিজের দুষ্টু মিষ্টি অভিনয় দিয়ে দর্শকদের মন তিনি জিতে নিয়েছেন বহু আগেই।
আগেও বেশ কয়েকবার বিভিন্ন ফটোশুটে অন্যরকম লুকিয়ে ধরা দিয়ে নেটজনতাকে চমক দিয়েছেন তিনি। আর এবার ফের একবার অন্যরকম লুকে ধরা দিলেন তিনি। সম্প্রতি দর্শকদের প্রিয় মিঠাইরানী সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন ধরনের ছবি শেয়ার করেছেন। আর যা দেখে হুঁশ উড়েছে নেটিজেনদের।
একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছেন সৌমিতৃষা। অভিনেত্রীর লাস্যময়ী রূপ দেখে ঘুম উড়েছে নেটিজেনদের। বাথটবে শুয়ে একেবারে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন সৌমিতৃষা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, বাথটবে শুয়ে রয়েছে তিনি। আর মিঠাইরানীর গোটা শরীর ঢাকা গোলাপের পাঁপড়িতে। দূরে হালকা ভাবে দেখা যাচ্ছে দূরের পাহাড়। ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'হে ডিসেম্বর, দয়া করে আমার প্রতি দয়ালু থেকো'। অচেনা এই লুকে মিঠাইকে দেখে মুগ্ধ তাঁর ভক্তরা।


