গ্রুপ ডি শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট

গ্রুপ ডি শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট
আনফোল্ড বাংলা প্রতিবেদন: স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র গ্রুপ ডি শূন্যপদে নিয়োগ নিয়ে আগেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। এই মামলায় সোমবার সেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় রাখল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে, জানিয়ে দিল শীর্ষ আদালত। তবে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের রায়ও বহাল রাখল শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এদিন চাকরি বাতিলের নির্দেশেও ওপর কোনও স্থগিতাদেশ জারি করেনি। কিন্তু শূন্যপদে নতুন করে নিয়োগের উপর যে স্থগিতাদেশ ছিল, তা বহাল রেখেছে। তাঁর রায়ে শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলা প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেই কারণেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হল। আসলে এই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য কাউন্সিলিংয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। সেটা শেষ হয়ে গিয়ে প্রার্থী বাছাই হয়ে গেলে মামলায় জটিলতা আরও বাড়তে পারে। সেকারণেই এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হল। এই নির্দেশের ফলে আপাতত গ্রুপ ডি-র ১,৯১১টি শূন্যপদে নতুন নিয়োগ করতে পারবে না কমিশন।
ওএমআর শিটে কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গিয়েছিল ১,৯১১ জন কর্মীর। সেই সঙ্গে তিনি ওই ১৯১১ জনকে বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন। যদিও পরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান চাকরিচ্যুতরা। ডিভিশন বেঞ্চ প্রাথমিক ভাবে বেতন ফেরতের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। তবে বিচারপতির নির্দেশ মেনে ওই গ্রপ ডি কর্মীদের চাকরি বাতিল করে পর্ষদও। সুপ্রিম কোর্টের এই রায়ের পর এখন ওই শূণ্যপদগুলিতে কর্মী নিয়োগ আরও অনিশ্চিত হয়ে পড়ল।


