চাকরিহারাদের আবেদনের ভিত্তিতে গ্রুপ সি ও নবম দশমের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

চাকরিহারাদের আবেদনের ভিত্তিতে গ্রুপ সি ও নবম দশমের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট
আনফোল্ড বাংলা প্রতিবেদন: গ্রুপ সি এবং নবম-দশমের শূন্যপদের নিয়োগ প্রক্রিয়ায় আপাতত জারি হল স্থগিতাদেশ। শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরি হারানো প্রার্থীরা। সেই মামলাতে দুই ক্ষেত্রেই নিয়োগের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। আগামী সপ্তাহে এই মামলার শুনানি। কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি-তে ৮৪২ জন এবং নবম-দশমে এখনও পর্যন্ত ৬১৮ জনের চাকরি গিয়েছে। সেই সব শূন্যপদে দ্রুত নিয়োগ করার জন্য নির্দেশ দিয়েছে আদালত।
কিন্তু এই নির্দেশের বিরোধিতা করে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন চাকরিহারা প্রার্থীরা। সেই মামলাতেই গ্রুপ সি ও নবম-দশম শ্রেণির শূন্যপদে নিয়োগের ওপর এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। প্রথমে অবশ্য এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারারা। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় চাপে পড়ে যান চাকরিহারারা। তাঁরা এই নিয়োগ প্রক্রিয়া রুখতে তাই মরিয়া হয়ে আসরে নামেন। তাই কলকাতা হাইকোর্টের পর তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রুপ সি এবং নবম-দশম বাদে প্রাথমিকে আজ পর্যন্ত চাকরি গিয়েছে ২৫২ জনের, গ্রুপ ডি'তে চাকরি গিয়েছে ১ হাজার ৯১১ জনের। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৩ হাজার ৬২৩ জনের জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট।


