পড়ুয়াদের পেটভরে খেতে দিচ্ছে না, পচা আলু নিয়ে আসছে, শুনে কি বললেন হেডমাস্টার

পড়ুয়াদের পেটভরে খেতে দিচ্ছে না, পচা আলু নিয়ে আসছে, শুনে কি বললেন হেডমাস্টার
07 Feb 2023, 06:51 PM

পড়ুয়াদের পেটভরে খেতে দিচ্ছে না, পচা আলু নিয়ে আসছে, শুনে কি বললেন হেডমাস্টার

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিল ব্যবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যে কেন্দ্রীয় টিম এসেছে। একের পর এক স্কুলের মিড ডে মিল ব্যবস্থা সরোজমিনে খতিয়ে দেখছে কেন্দ্রীয় টিমের আধিকারিকেরা। আর এর মধ্যেই এক স্কুলে পড়ুয়ার সংখ্যা অনুযায়ী খাবার বরাদ্দ না থাকার অভিযোগে সরব হলেন সেই স্কুলের পড়ুয়াদের অভিভাবকেরা। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগও তুললেন। অভিভাবকদের অভিযোগ, স্কুলে পড়াশোনার মান দিনের পর দিন খারাপ হচ্ছে। একমাত্র স্কুলের প্রধান শিক্ষক এর জন্য দায়ী। স্কুলের মধ্যে হেডমাস্টার দলবাজি করছেন। স্কুলের পরিবেশ নষ্ট করে দিচ্ছেন। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসনাবাদ ব্লকের ভবানীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খরমপুর হাইস্কুলের। অভিভাবকরা আরও অভিযোগ করে বলছেন, ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ৭০০ জন পড়ুয়া রয়েছে। কিন্তু মিড ডে মিল রান্নার জন্য প্রতিদিন ৬০০ গ্রাম তেল আর পাঁচ কেজি আলু আনা হয়। পড়ুয়াদের তাতে পেট ভরে না। উল্টে রান্নায় যে আলু ব্যবহার করা হয় তা অনেক সময় পচা থাকে। স্কুলের বাগান ছেঁটে স্কুলের হেডমাস্টারের নির্দেশে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। সেখানে খোড়াখুড়ি চলছে। বিপদজনক হয়ে উঠেছে জায়গা। পড়ুয়ারা খেলতে যেতে পারছে না।

 সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক অরূপ ঘোষ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিডিও অফিসের নির্দেশেই স্কুলের বাগানে নতুন বিল্ডিং তোলা হচ্ছে। বিডিও অফিস বন্ধ করে দিলে তিনি কাজ বন্ধ করিয়ে দেবেন। পড়ুয়ারা তিনদিন করে মুরগির মাংস ভাত পাচ্ছে। মিড ডে মিল নিয়ে যে অভিযোগ অভিভাবকদের তরফে তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

Mailing List