তৃণমূলের শক্তিশালীরাই টার্গেট! নিজেরটা ঠিক বুঝে নেবে জাকির, আর কি বললেন মমতা

তৃণমূলের শক্তিশালীরাই টার্গেট! নিজেরটা ঠিক বুঝে নেবে জাকির, আর কি বললেন মমতা
16 Jan 2023, 05:30 PM

তৃণমূলের শক্তিশালীরাই টার্গেট! নিজেরটা ঠিক বুঝে নেবে জাকির, আর কি বললেন মমতা

 

 আনফোল্ড বাংলা প্রতিবেদন: মুর্শিদাবাদের সরকারি পরিষেবা বিতরণের কর্মসূচিতে গিয়ে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জাকির একজন ব্যবসায়ী। বিড়ি শিল্পপতি। শুধু তৃণমূল করে বলে তার বাড়িতে লোক পাঠিয়ে দেবে? ২০ হাজার বিড়ি শ্রমিকদের চোখে দেখলো না? খালি আধার কার্ড দাও, প্যান কার্ড দাও, ভ্যান ভ্যান দাও, এনআরসি দাও। মানুষকে ভোগানো শুরু করেছে। কতজন বিড়ি শ্রমিকের ব্যাংকে একাউন্ট রয়েছে? ঠিক এভাবেই জাকির হোসেনের বাড়িতে আয়কর দপ্তরের টিম হানার পরে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিন কয়েক আগেই জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি এবং অফিসে আয়কর দপ্তরের অফিসাররা হানা দিয়েছিল। জাকিরের বাড়ি থেকে কয়েক কোটি টাকা নগদ উদ্ধার হয়। জাকির শ্রমিকদের মজুরি দেওয়ার জন্যই টাকা রেখেছিলেন বলে  জানিয়েছিলেন। কিছুদিন আগে মুর্শিদাবাদে দলীয় সভা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেখানে বক্তব্যের মধ্যেই জাকির হোসেনের বাড়িতে আয়কর হানার একটা ইঙ্গিত দিয়েছিলেন। কেন্দ্রীয় টিমের যে কোনো হানার বিষয়ে আগেভাগেই মন্তব্য করে থাকেন শুভেন্দু। সেই সভাতেও তাকে একই ইঙ্গিত দিতে দেখা গিয়েছিল। আর তারপরেই দেখা যায়, জাকির হোসেনের বাড়িতে আয়কর দপ্তরের অফিসাররা হানা দিয়েছেন।

একটা সময় মুর্শিদাবাদের তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু। এবার মুর্শিদাবাদে গিয়ে জাকিরের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে চাইলেন, শুধু তৃণমূল করার জন্যই বিজেপির পক্ষ থেকে একের পর এক নেতাদের বাড়িতে কেন্দ্রীয় টিম হানা দিচ্ছে। এদিন মুর্শিদাবাদের সভায় মমতা আরো বলেন, জাকির সেফ এন্ড সাউন্ড। ওদেরটা ওরা ঠিক বুঝে নেবে। দলের পক্ষ থেকে কাজ করার জন্য একটা সময় এখানে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি তৃণমূলের যারা বর্তমানে শক্তিশালী নেতা রয়েছেন লাইন করে তাদের বাড়িতে লোক পাঠিয়ে দিচ্ছে। তার আগে নিজেদের বাড়িটা একটু ভালো করে সার্চ করাও। নাম না করে শুভেন্দুর দিকেই ইঙ্গিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Mailing List