হাওড়ার বাঁশবেড়িয়ায় সর্বজনীন কার্তিক পুজো শুরুর কাহিনীটাই অন্য

হাওড়ার বাঁশবেড়িয়ায় সর্বজনীন কার্তিক পুজো শুরুর কাহিনীটাই অন্য
সুলেখা চক্রবর্তী, হাওড়া
কলকাতার দুর্গা পুজো, বারাসতের কালী পুজো কিংবা চন্দন নগরের জগদ্ধাত্রী পুজোর মতো বিখ্যাত বাঁশবেড়িয়ার কার্তিকপুজো। সাধারণত, কার্তিক পুজো সাধারণত বাড়িতেই সন্তান কামনায় হয়। হাওড়ায় এতদিন ধরে সেটাই জানতো সবাই। কিন্তু দশ বছর ধরে হাওড়া জেলার একমাত্র সর্বজনীন কার্তিক পুজো হয় হাওড়া শহরেই। মধ্য হাওড়ার গোরা বাজারে কার্তিক সমিতির উদ্যোগে দশ বছর ধরেই চলছে এই পুজো।
কিন্তু কেন হাওড়ায় সর্বজনীন ভাবে এই পুজো হচ্ছে? এর উত্তর খুঁজতে গিয়ে স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দশ বছর আগে এলাকার এক বাসিন্দার বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হয়েছিল। কিন্তু তিনি পুজো না করে ঠাকুর বাইরে বের করে দিয়েছিলেন। এরপর পাড়ার ছেলেরা সেই কার্তিক নিয়ে পুজো শুরু করে। সেই থেকে আজো চলছে হাওড়ার একমাত্র সর্বজনীন কার্তিক পূজো। বৃহষ্পতিবার গিয়ে দেখা গিয়েছে সব আয়োজন সারা। রীতিমতো জাঁকজমক করেই কার্তিক পুজোর আয়োজনে ব্যস্ত সকলে।


