লোক ঠকানো টাকা ডিজিটাল মুদ্রায় বিনিয়োগ করেছিল গার্ডেনরিচের আমির

লোক ঠকানো টাকা ডিজিটাল মুদ্রায় বিনিয়োগ করেছিল গার্ডেনরিচের আমির
আনফোল্ড বাংলা প্রতিবেদন: খাটের তলায় ১৮ কোটি টাকা লুকিয়ে রেখে রাতারাতি গোটা বাংলার ছড়িয়ে পড়েছে আমির খানের নাম। গার্ডেনরিচের আস্তাবল রোডো আমিরদের বাড়িও এখন বিখ্যাত। লোক ঠকিয়ে পাওয়া কাড়ি কাড়ি টাকা দিয়ে কী করতো আমির, এটাই সবার প্রশ্ন। মঙ্গলবার এই রহস্য অনেকটাই ভেদ করে ফেললেন তদন্তকারীরা। আমিরের অ্যাকাউন্ট বলছে কয়েক কোটি টাকা তিনি বিনিয়োগ করেছিলেন ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টো কারেন্সিতে। বিপুল নগদের পর এবার খোঁজ মিলল বিপুল ক্রিপ্টোকারেন্সির। এদিন কলকাতা পুলিশ আমির খানের একটি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে, যে অ্যাকাউন্টে ১৪.৫৩ কোটি টাকা ক্রিপ্টোকারেন্সি ছিল বলে জানা গিয়েছে। ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশ নিয়েই এ দিন অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। গার্ডেনরিচের বাড়ি থেকে ১৭ কোটিরও বেশি টাকা উদ্ধারের পর থেকে পলাতক ছিল আমির। জানা যায়, ই-নাগেটস নামে একটি অনলাইন মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে মানুষকে প্রতারণা করে এই বিপুল টাকার মালিক হয়েছিল সে।বেশ কয়েকদিন ধরে তল্লাশি চালানোর পর গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সুত্রের খবর, জালিয়াতির টাকা আরও একাধিক জায়গায় বিনিয়োগ করেছিল আমির। এখন তারই খোঁজ চলছে।


