বাড়িতে নজরদারি করছে রাজ‍্য পুলিশ, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

বাড়িতে নজরদারি করছে রাজ‍্য পুলিশ, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর
05 Jan 2023, 01:30 PM

বাড়িতে নজরদারি করছে রাজ‍্য পুলিশ, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে গোয়েন্দাগিরির অভিযোগ তুললেন বিজেপি বাঁকুড়ার বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। তাঁর অভিযোগ, দিল্লির বাড়িতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার যাওয়ার কথা ছিল। তার আগেই সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের দুইজনকে গোয়েন্দাগিরি করতে দেখা যায়। ওই দুইজন পুলিশ কর্মী তার বাড়ির ভিডিওগ্রাফি করছিলেন বলে সুভাষ সরকারের অভিযোগ। বিষয়টি নজরে আসতেই দিল্লি পুলিশকে খবর দেওয়া হয়। ওই দুইজনকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়ার পরে জানা যায় পশ্চিমবঙ্গ পুলিশের কর্মী এই দুই ব্যক্তি। তাদের কাছ থেকে পশ্চিমবঙ্গ পুলিশে পরিচয় পত্র পাওয়া গিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের অভিযোগ, দিল্লি পুলিশ সহ‍্যশক্তি দেখিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের সহ‍্যশক্তি শেখা দরকার। যেভাবে তারা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে নজরদারি চালাচ্ছিলেন সেটা রীতিমতো আশ্চর্যের। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় বলেন, বিজেপি সমস্ত কিছুর মধ্যেই তৃণমূলকে দেখতে পায়। যা ঘটছে সমস্ত কিছুই তৃণমূলের চক্রান্ত বলে মনে করে তারা। আদৌ তার বাড়িতে গোয়েন্দাগিরি হচ্ছিল কিনা সেটা আগে জানা দরকার। এই ঘটনায় বিজেপির নেতারাই আবার জড়িত কিনা সেটা ভালো করে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। বিজেপির তরফে রাজ্য পুলিশকে এর আগে একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণ করা হয়েছে। এবার তার দিল্লির  বাড়িতে একেবারে নজরদারি চালানোর অভিযোগ করলেন বিজেপির সাংসদ এবং মন্ত্রী সুভাষ সরকার।

Mailing List