family pension ফ্যামিলি পেনশনে বয়সে প্রমাণ দাখিলে জটিলতা কাটাতে উদ্যোগী রাজ্য, এবার থেকে কোন কোন নথি পেশ করা যাবে?

family pension ফ্যামিলি পেনশনে বয়সে প্রমাণ দাখিলে জটিলতা কাটাতে উদ্যোগী রাজ্য, এবার থেকে কোন কোন নথি পেশ করা যাবে?
26 May 2023, 11:20 AM

family pension ফ্যামিলি পেনশনে বয়সে প্রমাণ দাখিলে জটিলতা কাটাতে উদ্যোগী রাজ্য, এবার থেকে কোন কোন নথি পেশ করা যাবে?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্য সরকারের ফ্যামিলি বা পারিবারিক পেনশন প্রাপকদের ৮০ বছরের বেশি বয়সের প্রমাণপত্র দেওয়ার বিষয়টি সহজ করা হল। অর্থদপ্তর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। পেনশন প্রাপক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী মারা গেলে তাঁর স্ত্রী বা স্বামী, অবিবাহিতা এবং বিধবা কন্যা পারিবারিক পেনশন পান। ৮০ বছর বয়স হলে পারিবারিক পেনশনের পরিমাণ বাড়ে। কিন্তু ৮০ বছর বয়সের প্রমাণপত্র দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল বলে অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পাশের বা সরকারি চিকিৎসকের সার্টিফিকেট দেওয়ার নিয়ম এতদিন চালু ছিল। কিন্তু এটা দিতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। এই অবস্থায় অর্থদপ্তর জানিয়েছে, বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার সচিত্র পরিচয়পত্র, আধার ও প্যান কার্ড (pan card) পেশ করা যাবে।

Mailing List