আদালতে ফের ধাক্কা খেল রাজ্য, ঝালদায় পুরসভায় প্রশাসক বসানোর নির্দেশে স্থগিতাদেশ দিল আদালত

আদালতে ফের ধাক্কা খেল রাজ্য, ঝালদায় পুরসভায় প্রশাসক বসানোর নির্দেশে স্থগিতাদেশ দিল আদালত
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। ঝালদা পুরসভায় প্রশাসক বসানোর নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। সোমবার এই স্থগিতাদেশ জারি হল। গত ৩ ডিসেম্বর ঝালদা পুরসভায় চেয়ারম্যান নির্বাচনের কথা ছিল। কিন্তু তার আগেই ওই পুরসভায় প্রশাসক বসিয়ে দেয় রাজ্য সরকার। রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ওই পুরসভার এক কংগ্রেস কাউন্সিলর। সেই মামলাতেই এদিন এই স্থগিতাদেশ জারি করল আদালত। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। আপাতত আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সেই স্থগিতাদেশ বহাল থাকবে। পুরসভার এই ইস্যুতে রাজ্য প্রশাসন কেন হস্তক্ষেপ করল তা জানতে চেয়েছেন বিচারপতি।
পাশাপাশি, পুরসভার ভাইস চেয়ারম্যান কার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সে কথাও জানতে চেয়েছেন বিচারপতি। সব পক্ষের হলফনামা তলব করা হয়েছে। সোমবার বিচারপতি নির্দেশ দেন, প্রশাসক নয়, পুরসভার দায়িত্ব সামলাবেন জেলাশাসক। এর আগে গত ২১ নভেম্বর আস্থাভোটের মাধ্যমে চেয়ারম্যানকে সরিয়ে দেন ঝালদা পুরসভার বিরোধী কাউন্সিলররা। সাতদিনের মধ্যেই ভাইস চেয়ারম্যানের পদক্ষেপ করার কথা ছিল। কিন্তু নিয়ম অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদক্ষেপ না করলে তিনজন কাউন্সিলর পদক্ষেপ করতে পারে। ২৯ নভেম্বর তিন বিরোধী কাউন্সিলর চেয়ারম্যান নির্বাচনের সভা ডাকেন। ৩ ডিসেম্বর চেয়ারম্যান নির্বাচনের দিন ধার্য হয়। তার আগেই ২ ডিসেম্বর প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। নগরোন্নয়ন দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে প্রশাসক বসানোর কথা বলা হয়। সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন কংগ্রেস কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। সেই মামলায় এবার স্থগিতাদেশ পেলেন তিনি।


