বাংলা শস্য বীমা যোজনায় কৃষকদের নাম নথিভুক্তকরণের সময়সীমা বৃদ্ধি করলো রাজ্য

বাংলা শস্য বীমা যোজনায় কৃষকদের নাম নথিভুক্তকরণের সময়সীমা বৃদ্ধি করলো রাজ্য
02 Sep 2023, 06:30 PM

বাংলা শস্য বীমা যোজনায় কৃষকদের নাম নথিভুক্তকরণের সময়সীমা বৃদ্ধি করলো রাজ্য

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: চলতি বছরে এখনও পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম হওয়ায় রাজ্য সরকার বাংলা শস্য বীমা যোজনায় কৃষকদের নাম নথিভুক্তকরণের সময়সীমা বৃদ্ধি করেছে। ৩১ এ আগস্ট এর পরিবর্তে আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত এই যোজনায় রাজ্যের কৃষকরা নাম নথিভুক্ত করতে পারবেন বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। দপ্তরের এই সিদ্ধান্ত প্রতিটি জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইদিকে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত ২৮ শতাংশ বৃষ্টির ঘাটতি থাকলেও গতকাল পর্যন্ত রাজ্যে ৩৯ লক্ষ ৯৬ হাজার হেক্টর জমিতে ধানের চারা রোপন করা হয়েছে বলে দপ্তর সূত্রে খবর। যেটা লক্ষ্যমাত্রার ৯৩ শতাংশ।

এ বছর শুরুর দিকে বৃষ্টিপাত কম হয়েছিল। তবে পরবর্তী সময়ে বৃষ্টি হওয়ায় ঘাটতি কমেছে। এখনও পর্যন্ত প্রায় ৪০ লক্ষ হেক্টর জমিতে ধান রোপণও হয়েছে। যা গত বছরের তুলনায় দু'লক্ষ হেক্টর বেশি। তবে এটাও জানা গিয়েছে, এ বছর রাজ্য যে লক্ষ্যমাত্রা নির্ধারিত করেছিল, তার থেকে এখনও আড়াই লক্ষ হেক্টর কম জমিতে ধান চাষ হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ধান রোপণ তুলনায় কম হয়েছে বলেই নবান্ন সূত্রের খবর। যদিও হাতে এখনও কিছুটা সময় আছে। তাই রাজ্যের কৃষি দফতরের আধিকারিকদের আশা তাঁরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবেন। এই পরিস্থিতিতে কৃষকদের কথা মাথায় রেখেই শস্য বীমা যোজনায় নাম নথিভুক্তিকরণের সময় বাড়ানো হয়েছে।

বিমার পাশাপাশি কৃষি যন্ত্রাংশ উন্নয়নে এ বছর ২২০০ কোটি টাকা খরচ করে মোট ১৫০০টি প্রকল্পের লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। যার মধ্যে আগস্ট মাসেই ১৭৬ কোটি টাকা মূল্যের নতুন ১৮৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে। রাজ্যের উদ্যোগে ২০২১ সালের ডিসেম্বর মাসে কৃষি উন্নয়ন তহবিল চালু করা হয়। এখনও পর্যন্ত এই প্রকল্পে ১০০৯ কোটি টাকা অর্থমূল্যের ১৪৮০টি প্রকল্প চালু হয়েছে। যার মধ্যে রয়েছে চাল-ডাল-তেল কল, হিমঘর, গুদাম ঘর ইত্যাদি। একই সঙ্গে এই প্রকল্পের সহায়তায় ৬৮৮টি কাস্টম হায়ারিং সেন্টার তৈরি হয়েছে। যেখান থেকে কৃষি কাজের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ভাড়ায় নিতে পারেন রাজ্যের কৃষকরা। দুয়ারে সরকার শিবিরেও এই প্রকল্পের আবেদন জমা নেওয়া হচ্ছে।

Mailing List