রণতুঙ্গার মন্তব্য নিয়ে জয় শাহের ক্ষমা চাইলো শ্রীলঙ্কা সরকার
রণতুঙ্গার মন্তব্য নিয়ে জয় শাহের ক্ষমা চাইলো শ্রীলঙ্কা সরকার
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: রণতুঙ্গা ইস্যুতে ক্ষমা চাইল শ্রীলঙ্কা সরকার। শ্রীলঙ্কার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ''শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে জয়ের ভাল যোগাযোগ রয়েছে। সেই কারণে কর্তারা মনে করছেন, তাঁরা যা ইচ্ছা করতে পারেন। আদতে জয় শ্রীলঙ্কা ক্রিকেট চালাচ্ছে। ওর নির্দেশেই সব চলছে। ভারত থেকে একটা লোকের চাপে ধীরে ধীরে শ্রীলঙ্কা ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে। ওর বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। সে জন্যই জয়ের এত ক্ষমতা।''যদিও এর কয়েকদিনের মধ্যেই শুক্রবার অর্জুনের মন্তব্য নিয়ে ক্ষমা চেয়েছে শ্রীলঙ্কা সরকার। সেখানে বলা হয়েছে, '"শ্রীলঙ্কা সরকার এসিসি চেয়ারম্যান জয় শাহর কাছে দুঃখপ্রকাশ করছে। আমরা আমাদের ত্রুটিবিচ্যুতির জন্য এসিসি সভাপতি বা অন্যান্য দেশের দিকে হাত তুলতে পারি না। এটা একটা ভুল অনুমান।'
তবে এই ক্ষমাপ্রার্থনায় বরফ গলবে কিনা, এখন সেটাই দেখার বিষয়।শ্রীলঙ্কার ক্রিকেটে ক্ষমতার লড়াইয়ে অর্জুনা রানাতুঙ্গা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এই মাসের শুরুতে, শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে এসএলসি বোর্ড বরখাস্ত করেছিলেন। এর পাশাপাশি তিনি অর্জুন রানাতুঙ্গার সভাপতিত্বে একটি একক অন্তর্বর্তী কমিটি গঠন করেছিলেন। যাই হোক, আদালত একদিন পরে বোর্ড ভেঙে দেওয়ার গেজেটে ১৪ দিনের স্থগিতাদেশ জারি করে শ্রীলঙ্কা ক্রিকেটকে পুনর্বহাল করে।গত সপ্তাহে লঙ্কানদের ক্রিকেটে অনেক কিছু ঘটে গিয়েছে। বিশ্বকাপে ভারতের কাছে শোচনীয় হার তো হয়েছিলই, অন্য দলগুলোর বিরুদ্ধেও দাসুন শনকাদের পারফরম্যান্স খারাপ ছিল। ১০ দলের মধ্যে মাত্র চার পয়েন্ট সংগ্রহ করে ৯ নম্বরে শেষ করেছে। বলা বাহুল্য, সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যেতে হয়েছে। এরপর শুরু হয় সরকারি হস্তক্ষেপ।


