মাকে খুনের সাক্ষ্য দিল ছেলে, বাবার যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ আদালতের  

মাকে খুনের সাক্ষ্য দিল ছেলে, বাবার যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ আদালতের   
04 Jun 2022, 09:00 PM

মাকে খুনের সাক্ষ্য দিল ছেলে, বাবার যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ আদালতের

 

আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া

 

 স্ত্রী খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলো পুরুলিয়া জেলা আদালত। অভিযোগ, ২০১৮ সালের আগস্ট মাসের ১৭ তারিখ সন্ধ্যায় কেন্দা থানার ভাদশা গ্রামের গৃহবধূ অষ্টমি মাহাতোকে বাড়ির লোকজনের সামনেই স্বামী চিত্তরঞ্জন মাহাতো ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। তাঁর চিৎকার শুনে ছুটে আসে ছেলে মৃগাংক মাহাতো। গুরুতর আহত অবস্থায় অষ্টমীকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। সেই দিনই অষ্টমীর দাদা মথুর চন্দ্র মাহাতো লিখিত অভিযোগ দায়ের করেন কেন্দা থানায়। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত স্বামী চিত্তরঞ্জন মাহাতোকে। তারপর পর থেকেই গ্রেফতার অভিযুক্ত চিত্তরঞ্জন মাহাতো জেলেই ছিল।

এই মামলার বিচারকের কাছে গুরুত্বপূর্ণ বয়ান দেন প্রত্যক্ষদর্শী ছেলে মৃগাংক মাহাতো। শুক্রবার স্বামী চিত্তরঞ্জনকে দোষী সাব্যস্ত করে পুরুলিয়া জেলা আদালত।  শনিবার তার রায় ঘোষণা করে জেলা আদালতের বিচারক এডিজে প্রথম কোর্ট অর্চিতা বন্দোপাধ্যায়। এদিনের রায়ে স্বামী চিত্তরঞ্জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারক।

Mailing List