পাচারকারীরা তুলে নিয়ে গেল দুটি ষাঁড়, দিনহাটায় পথ অবরোধ স্থানীয়দের

পাচারকারীরা তুলে নিয়ে গেল দুটি ষাঁড়, দিনহাটায় পথ অবরোধ স্থানীয়দের
04 Sep 2023, 01:15 PM

পাচারকারীরা তুলে নিয়ে গেল দুটি ষাঁড়, দিনহাটায় পথ অবরোধ স্থানীয়দের

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ সাতসকালে দিনহাটা শহরের চড়কমাঠ থেকে গাড়িতে দুটি ষাঁড়কে তুলে নিয়ে গেল পাচারকারীরা। এই ঘটনাটি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। ষাঁড় দুটিকে উদ্ধারের দাবিতে স্থানীয়রা অবরোধ করে বলরামপুর রোড। পুলিশ এসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

স্থানীয় বসিন্দারা জানান, দিনহাটা (Dinhata) শহরের চড়ক মাঠে শিবমন্দির রয়েছে। সেখানে কয়েকটি ষাড় রয়েছে দীর্ঘদিন ধরেই। এদিন সকালে জনাকয়েক যুবক পিক আপ ভ্যান নিয়ে এসে দুটি ষাঁড় তুলে নেয়। সেই সময় স্থানীয়রা আটকানোর চেষ্টা করলে গোরুপাচারকারীরা অস্ত্র দেখিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। অভিযোগ জানিয়েছেন স্থানীয় বিধায়ক তথা উত্তরবঙ্গ (North Bengal) উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরীকে।

Mailing List