শেষ হয়েছে শ্যুটিং, খুব শীঘ্রই আসতে চলেছে 'মির্জাপুর'-এর তৃতীয় সিজিনটি! 

শেষ হয়েছে শ্যুটিং, খুব শীঘ্রই আসতে চলেছে 'মির্জাপুর'-এর তৃতীয় সিজিনটি! 
06 Dec 2022, 08:34 PM

শেষ হয়েছে শ্যুটিং, খুব শীঘ্রই আসতে চলেছে 'মির্জাপুর'-এর তৃতীয় সিজিনটি! 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: দর্শকদের মধ্যে টেলিভিশনের তুলনায় আপাতত ওটিটি প্লাটফর্ম বেশি জনপ্রিয়। আর দর্শকদের পছন্দের তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে মির্জাপুর ওয়েব সিরিজটি। ইতিমধ্যেই এই সিরিজের দুটি সিজন দর্শকেরা দেখে নিয়েছেন।

অপেক্ষায় রয়েছেন তৃতীয় আসার জন্য। বেশ কিছুদিন আগেই সোনা গিয়েছিল তৃতীয় সিজনে শুটিং শুরু হয়ে গিয়েছে। তবে খুশির খবর এই যে শুধুমাত্র শুরু হয়ে গিয়েছে তাই নয়, সূত্র মারফত খবর ওয়েব সিরিজের শুটিং শেষ হয়ে গিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে আর খুব বেশি দিনের অপেক্ষায় নয়। সিরিজের শুটিং যে শেষ হয়ে গিয়েছে তা গুড্ডু ভাইয়া ওরফে আলি ফজল জানালেন একটি ভিডিও শেয়ার করে। শুটিং এর শেষ দিনে একটি গ্রুপ সেলফিও তোলেন অভিনেতা।

সেটিও ভিডিওর সাথে শেয়ার করেন তিনি। গোটা মির্জাপুর টিমের উদ্দেশ্যে তিনি লেখেন -"আমার অত্যন্ত কাছের এবং পছন্দের টিম, অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসার এই কাজটির জন্য। তোমাদের সকলের কঠিন পরিশ্রম ছাড়া মির্জাপুর সম্ভব হতো না। সিজন ৩-এর সফরটা আমার জন্য বেশ অন্যরকমের ছিল আগের দুটো সিজনের তুলনায়। আসলে আমি যেটা বলতে চাই গুড্ডু পণ্ডিত এবং আমি, দুজনেই এই কাজের সময় প্রত্যেকের থেকে অনেক কিছু শিখেছি, নিজেকে গড়ে তুলেছি ধীরে ধীরে। হয়তো তোমার কেউই বুঝতে পারবে না কিন্তু এটা আমাকে অনেকটা সাহায্য করছে। সেটা কতটা আমি লিখে বোঝাতে পারব না। আমি চাই তোমরা সবাই এটা পড়ো, কারণ আমি তোমাদের সবাইকে এই পোস্টে ট্যাগ করতে পারলাম না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সরি এবার আমি সবাইকে আলাদা করে চিঠি লিখে দিতে পারলাম না। আমার সহ অভিনেতাদের জন্য- তোমরা জানো তোমরা সবার থেকে ভালো। আর আমি তোমাদের ভীষণ ভালোবাসি।"

Mailing List