পিছিয়ে গেল ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন, কিন্তু কেন?

পিছিয়ে গেল ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন, কিন্তু কেন?
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ফের পিছিয়ে গেল ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন। শুক্রবার পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্ট এই নির্বাচনের উপর স্থগিতাদেশ জারি করেছে। রোহতকের হরিয়ানা অ্যামেচার কুস্তি অ্যাসোসিয়েশন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেও নির্দেশ দিয়েছে হাই কোর্ট। জানা যাচ্ছে, সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের রিটার্নিং অফিসারের একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হরিয়ানা কুস্তি অ্যাসোসিয়েশনের সচিব ইন্দ্রজিত্ সিং। তাঁর দাবি ছিল, তাঁদের আপত্তি অগ্রাহ্য করে রিটার্নিং অফিসার হরিয়ানা অ্যামেচার কুস্তি অ্যাসোসিয়েশনকে ইলেক্টোরাল কলেজে অন্তর্ভুক্ত করেছেন।
এই মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না বলে জানিয়েছেন পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের বিচারপতি বিনোদ এস ভরদ্বাজ। এরআগে ৪ জুলাই নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোটার তালিকা চূড়ান্ত না হওয়ায় তা পিছিয়ে ১১ জুলাই করা হয়। এরপর ৩১ জুলাই নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটাও পিছিয়ে ১২ অগাস্ট দিন চূড়ান্ত হয়।
কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহ নির্বাচন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে, শুক্রবার শুনানিতে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ছ'বারের বিজেপি সাংসদের বিরুদ্ধে বিচার চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। অতিরিক্ত মুখ্য নগর দায়রা ম্যাজিস্ট্রেট হরজিত্ সিংহ যশপালের এজলাসে পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত ব্রিজভূষণ। অভিযোগ রয়েছে সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সহ-সচিব বিনোদ তোমরের বিরুদ্ধেও। আগামী ১৯ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে। সে দিন অভিযুক্তদের আইনজীবীরা সওয়াল করার সুযোগ পাবেন।


