‘অনন্যা আভা’ বইয়ের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হল, কে এই আভা মাইতি জানেন?  

18 Nov 2023, 06:40 PM

‘অনন্যা আভা’ বইয়ের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হল, কে এই আভা মাইতি জানেন?

 

সুব্রত গুহ, পূর্ব মেদিনীপুর

 

প্রয়াত শ্রীমতী আভা মাইতিকে (১৯২৩-১৯৯৪) সরোজিনী নাইডু জিজ্ঞাসা করেছিলেন, ‘বড় হয়ে তুমি কি হতে চাও?’ উত্তরে আভাদেবী বলেছিলেন, ‘আশীর্বাদ করুন বড় হয়ে যেন আপনার মত হতে পারি।’ এই উত্তর থেকে বোঝা যায় কেন তিনি সারা জীবন দেশসেবার কাজে নিজেকে সঁপেছিলেন। বাঙালি মহিলা রাজনীতিবিদ হিসাবে আভাদেবী এক স্থায়ী উজ্জ্বল আসনে প্রতিষ্ঠিত। আভাদেবীর অবদান রাজনৈতিক ইতিহাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাঁর প্রয়াণের তিন দশক পরও পশ্চিমবঙ্গ তথা মেদিনীপুরের মানুষদের কাছে অমলিন হয়ে আছেন। ১৯৯৪ সালে তাঁর প্রয়াণের পর মেদিনীপুর স্বাধীনতা সংগ্রাম ইতিহাস সমিতি ১৯৯৭-এ ‘অনন্যা আভা’ নামক স্মারক গ্রন্থ প্রকাশ করেছিল। সম্পাদক ছিলেন অধ্যক্ষ হরিপদ মাইতি। ১৭১ পাতার স্মারক গ্রন্থের জন্য কলম ধরেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, চন্দ্রশেখর, ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নীলমণি রাউতরায়, কাঁথির প্রাক্তন সাংসদ সমর গুহ, কংগ্রেসের প্রিয়রঞ্জন দাসমুন্সী, বিজয় সিং নাহার, প্রতাপচন্দ্র চন্দ্র, ডা: রাসবিহারী পাল, সুকুমার দাস, সাহিত্যিক চিত্তরঞ্জন মাইতি, বিচারপতি অজিত কুমার নায়ক, জাতীয় শিক্ষক ঈশ্বরচন্দ্র প্রামানিক, অধ্যাপক প্রণব বাহুবলীন্দ্র প্রমুখ। দীর্ঘদিন স্মারক গ্রন্থটি অমিল ছিল। শ্রীমতী আভা মাইতির জন্ম শতবর্ষে অধ্যক্ষ হরিপদ মাইতির উদ্যোগে ১৪ নভেম্বর কাঁথি’র রঘুনাথ আয়ুর্বেদ কলেজ ও হাসপাতালের সভাগৃহে স্মারক গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রাক্তন বর্ষীয়ান বিধায়ক শৈলজা দাস। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কাঁথি প্রভাত কুমার কলেজের শিক্ষক শিক্ষণ বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মোহিনী মোহন মাইতি, সম্মানীয় অতিথিরূপে ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক শান্তিরাম দাস, রামনগর রেডক্রশ সোসাইটির সম্পাদক দ্বিজেন্দ্রনাথ গিরি, তমলুকের বেতকল্লা মিলনী বিদ্যানিকেতনের শিক্ষক রাজর্ষি মহাপাত্র এবং অধ্যক্ষ হরিপদ মাইতি।

উপস্থিত ছিলেন মেদিনীপুর সমন্বয় সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্মথনাথ দাস, দাঁতনের অতনু নন্দন মাইতি, সন্তু জানা, খেজুরির সুমন নারায়ণ বাকরা, সুদর্শন সেন, অধ্যপক দিলীপ মান্না, অধ্যক্ষ রতন কুমার সামন্ত, প্রাক্তন প্রধান শিক্ষক হৃষীকেশ দাস, দীপক কুমার দাস, ক্ষিতিন্দ্র মোহন সাহু, ড. প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী, আভাদেবীর পরিবারের শিউ মাইতি প্রমুখ আভাদেবীর অনুরাগীগণ। স্মারক গ্রন্থের সম্পাদক অধ্যক্ষ হরিপদ মাইতি বলেন আভাদেবীর জন্ম শতবর্ষে মেদিনীপুরবাসীর শ্রদ্ধার্ঘ ‘অনন্য আভা’-র দ্বিতীয় সংস্করণ প্রকাশ। গ্রন্থ প্রকাশের সামগ্রিক পরিকল্পনায় ছিলেন শিক্ষক নন্দগোপাল পাত্র। তিনি জানান- প্রথম সংস্করণের সমগ্র অংশের সঙ্গে বর্তমানের প্রেক্ষাপটে কলম ধরেছেন শিক্ষক ও গবেষক মন্মথনাথ দাস, অধ্যাপক প্রবোধচন্দ্র সিনহা, জাতীয় শিক্ষক প্রণব পট্টনায়ক, বিধায়ক শৈলজা দাস, অধ্যাপক ননীগোপাল মাইতি, অধ্যাপক দিলীপ মান্না, প্রাক্তন প্রধান শিক্ষক প্রবাল কান্তি হাজরা, লেখক ও সাংবাদিক পার্থসারথি দাশ, অনিমেষ মাইতি, ডাঃ গৌতম কুমার প্রধান প্রমুখ। শ্রী পাত্র আরও জানান ১৯৯৫ থেকে কলকাতার এশিয়াটিক সোসাইটিতে আভা মেমোরিয়াল লেকচার হয়ে আসছে যা মেদিনীপুরবাসীদের কাছে অত্যন্ত গৌরবের। এ পর্যন্ত যাঁরা বক্তব্য রেখেছেন তাঁরা হলেন অমর্ত্য সেন, এম এস স্বামীনাথন, মহম্মদ ইউনুস, মেধা পটেকর, তুষার কাঞ্জিলাল, নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ। গ্রন্থের প্রকাশক কবিতিকা। প্রচ্ছদ কমলেশ নন্দ ও নন্দগোপাল পাত্র। এদিনের অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অধ্যাপক হৃষীকেশ পড়্যা, সুকোমল মাইতি, ডা: গৌতম কুমার প্রধান এবং নন্দগোপাল পাত্র। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অন্বিতমা পাত্র।

Mailing List