বৈঠকে তো সেই একই কথা, ওসব কে শুনবে? মমতার বৈঠক নিয়ে কি বোঝালেন তৃণমূল বিধায়ক

বৈঠকে তো সেই একই কথা, ওসব কে শুনবে? মমতার বৈঠক নিয়ে কি বোঝালেন তৃণমূল বিধায়ক
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি বৈঠক শুরু করেছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে দলীয় নেতা কর্মীদের কি করনীয়, সেই লক্ষ্যে এদিন বৈঠক ডেকেছেন মমতা। এই বৈঠকে দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, মহিলা, ছাত্র, যুব, শ্রমিক সংগঠন সহ সমস্ত পদাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিধায়কদের সকলকেই উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকছেন না। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল করিম চৌধুরী বলেন, কি করতে কালীঘাটে যাব? আমি বিদ্রোহী বিধায়ক। ওখানে গেলে সুব্রত বক্সী তো বলবে, ব্যক্তির চেয়ে দল বড়। ৫২- ৫৫ বছর হয়ে গেল রাজনীতিতে। এখন এসব কথা কে শুনতে যাবে?
আব্দুল করিম এই প্রসঙ্গে আরো বলেন, নেত্রী আমার সমস্যার ব্যাপারে তো কিছুই করছেন না। আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সেখানে গিয়ে কি হবে? আমি নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবেই ঘোষণা করেছি। সেভাবেই থাকবো। মানুষের কাজের জন্য দরকারে রাস্তায় নামবো। উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের কানহাইয়ালাল আগরওয়ালের সঙ্গে করিম চৌধুরীর সম্পর্ক ভালো নয় বলেই জানা যায়। সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব বরাবর লেগেই থাকে। তবে এবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে গরহাজিরা প্রসঙ্গে এই মন্তব্য করলেন আব্দুল করিম চৌধুরী।


