উদয়পুরে হলো রাজকীয় বিয়ে, ছবি দিতেই শুভেচ্ছার বন্যা

উদয়পুরে হলো রাজকীয় বিয়ে, ছবি দিতেই শুভেচ্ছার বন্যা
25 Sep 2023, 01:15 PM

উদয়পুরে হলো রাজকীয় বিয়ে, ছবি দিতেই শুভেচ্ছার বন্যা

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ঠিক যেন রূপকথার বিয়ে। গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি মেনে উদয়পুরে রবিবার রাজকীয় বিয়ে হল অভিনেত্রী পরিণীতি চোপড়া (Pariniti chopra)এবং আপ নেতা রাঘব চাড্ডার(Raghab chadda)। এরপরেই প্রকাশ্যে এলো দু’জনের প্রথম ছবি। ‘রাঘনীতি’কে শুভেচ্ছার জোয়ারে ভাসালেন অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

প্রসঙ্গত, গতকাল শুভ পরিণয় সম্পন্ন হয়েছে রাঘব-পরিণীতির। পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয়েছে তাঁদের। তাজ লেক প্যালেস থেকে লীলা প্যালেসে হাজির হন আপ নেতা রাঘব চাড্ডা। বরযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মানরা। এদিকে পরিণীতির বিশেষ দিনে উপস্থিত থাকতে উদয়পুরে হাজির হন বন্ধু সানিয়া মির্জা, হরভজন সিং সহ আরও অনেকে। এদিন মনীশ মলহোত্রার ব্রাইডাল লেহেঙ্গাতে সেজেছিলেন পরিণীতি।

Mailing List